E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীর মধ্যপাড়া পাথরখনির ৯নং স্টোপের উদ্বোধন

২০১৮ মার্চ ২৩ ১৬:৫২:৪৪
ফুলবাড়ীর মধ্যপাড়া পাথরখনির ৯নং স্টোপের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : এক লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শুক্রবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভের ৯নং স্টোপের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে স্টোপের ৯নং স্টোপের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয় ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) চত্বরে আয়োজিত ভূগর্ভের ৯নং স্টোপের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিসি’র চেয়ারম্যান ড. সিরাজুল ইসলাম কাজী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহ, এমজিএমসিএল’র বোর্ডে চেয়ারম্যান ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন, এমজিএমসিএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম নুরুল আওরঙ্গজেব, চীপ অব মাইন অপারেশন ইউরি দেভিয়াতভ ও জিটিসি’র প্রকল্প পরিচালক মি. আলিসকসেন্দ্রো মালসভ, এমজিএমসিএল’র মহাব্যবস্থাপক (জিএম) (অপারেশন) আসাদুজ্জামান আসাদ, জিটিসি’র মহাব্যবস্থাপক (জিএম) জাবেদ সিদ্দিকী, মহাব্যবস্থাপক (জিএম) জামিল আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহামুদুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু’র আমলে আবিস্কার হওয়া মধ্যপাড়া পাথরখনিকে লাভজনক করার জন্য খনি কাজে অভিজ্ঞ ইউরোপিয়ান বিশেষজ্ঞ প্রতিষ্ঠান জিটিসিকে খনির উন্নয়ন ও উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় জিটিসি পাথরখনিতে আধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ব্যবহার করে খনির পাথর উত্তোলন বৃদ্ধি করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় ৯নং স্টোপ থেকে পাথর উত্তোলন কাজের উদ্বোধন করা হলো। খনিকে দেশের সব চেয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পাশাপাশি জাতীয় রাজস্বে অবদান রাখতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খনি থেকে শুধু পাথর নয়, খনির পাথরের পাশাপাশি পাথরের স্লাবও উত্তোলন করে বিদেশে টাইলস হিসেবে রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে বিদ্যুৎ থাকে না, কৃষক সার পায় না, উৎপাদন বাড়ে না, শিল্পকারখানা দেউলিয়া হয়ে যায়। আর শেখ হাসিনার সরকার থাকলে দেশে বিদ্যুতের উৎপাদন বাড়ে, কৃষক ঘরে বসে সার পায়, কৃষিতে উৎপাদন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। বর্তমানে দেশে ১৫হাজার মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামীতে আরও দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হবে। এ কারণে আগামী ডিসেম্বর মাসের মধ্যে গোটা দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ৪১ সালের মধ্যে দেশ সিঙ্গাপুরসহ ইউরোপের দেশের আদলে পরিণত হবে। সরকার ২১হাজার বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দেশের বিদ্যুৎ উন্নয়নের জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি খুব শিঘ্রই উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চলে গ্যাসের সংযোগ দেওয়া শুরুর মাধ্যমে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, দেশের এই চলমান উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামীতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

(এসিজি/এসপি/মার্চ ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test