E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় দোকানঘর ভেঙ্গে দেয়ায় আ.লীগ নেতাসহ ৬ জনের নামে মামলা

২০১৮ মার্চ ২৫ ১৬:৫৫:২৯
লোহাগড়ায় দোকানঘর ভেঙ্গে দেয়ায় আ.লীগ নেতাসহ ৬ জনের নামে মামলা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া থানা সড়কে জেলা পরিষদের জায়গায় নির্মিত ১২টি দোকানঘর ভেঙ্গে দেয়ার অভিযোগে লক্ষ্মীপাশা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা মনিরুজ্জামান বাচ্চুসহ ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এমামুল হাসান বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন। তবে পুলিশ এজাহারভূক্ত কোন আসামীকে আটক করতে পারেনি।

ব্যবসায়ীদের অভিযোগ ভিত্তিতে জানা গেছে, জেলা পরিষদের জায়গায় প্রায় ২০ বছর ধরে ১২ টি দোকানঘরে ব্যাবসায়ীরা ব্যবসা করে আসছিলেন। গত শুক্রবার (২৩ মার্চ) ভোরে লক্ষীপাশা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সদস্যরা বেআইনি ভাবে দোকান গুলো ভেঙ্গে দেয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা পূর্নবহালের দাবীতে গত শনিবার (২৪ মার্চ) দুপুরে লোহাগড়া থানা সড়কে মানববন্ধন করেন।

মামলা সূত্রে জানা গেছে, দোকান ঘর ভেঙ্গে দেওয়ার ঘটনায় জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এমামুল হাসান বাদী হয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা মনিরুজ্জামান বাচ্চু, এ্যাডভোকেট আররাফ হোসেন, সালেক মুন্সি, জেলা যুবলীগের সদস্য শেখ ছদর উদ্দিন শামিম, ছাত্রলীগ নেতা শেখ সগির উদ্দিন সনেট, আরিফ শেখসহ ৬ জনের নাম উল্লেখ করে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম গতকাল রোববার দুপুরে মামলার বিষয় নিশ্চিত করে বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(আরএম/এসপি/মার্চ ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test