E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশে স্বাধীনতা বিরোধী শক্তির বিজয়ের কোন ইতিহাসে নেই’ 

২০১৮ মার্চ ২৫ ১৬:৫৭:৪১
‘দেশে স্বাধীনতা বিরোধী শক্তির বিজয়ের কোন ইতিহাসে নেই’ 

শেখ আহসানুল করিম, বাগেরহাট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলনা মুফতী সৈয়দ মো. রেজাউল করীম বাগেরহাটে ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, দল হিসেবে জামায়াতে ইসলামীর গায়ে স্বাধীনতা বিরোধী সীল লেগে গেছে। যে দেশ স্বাধীন করতে গিয়ে লাখ-লাখ মানুষ জীবন দেয়, - সেদেশে স্বাধীনতা বিরোধী তামাম লাগানো কোন দল দুনিয়ার ইতহাসে কখনও বিজয় লাভ করতে পারেনি। বিশ্বের ইতিহাসে এমন কোন নজিরও নেই। স্বাধীনতা বিরোধী হিসেবে তারা দিনে-দিনে জনসমর্থনহীন ঘৃনিত দল হিসেবে ইতিহাসে স্থান পাবে। 

জামায়াতে ইসলামীর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত দিনে ইসলামীদলগুলো অন-ইসলামিক দলগুলোর সাথে মিলেমিশে ক্ষমতায় গেলে সংসদে বসে মদের লাইসেন্সসহ বিভিন্ন ইসলাম বিরোধী আইন পাস করেছেন। এসব কারনে স্বাধীনতার ৪৭ বছর পরও দেশে বাংলাদেশে ইসলামী দলগুলো শক্ত কোন অবস্থান তৈরী করতে পারেনি। জামায়াত ইসলামী একটি স্বাধীনতা বিরোধী দল, ঔই দলের মাধ্যমে দেশে কখনও ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব না। তাই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে দেশে ইসলাম কায়েমের সম্ভাবনা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সোচ্চার প্রচেষ্টায় ইতিমধ্যেই দেশে আলেমদের ফতোয়া দেয়ার স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত।

মাওলানা মুফতী সৈয়দ মো. রেজাউল করীম আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন সারাদেশের ৩‘শ আসনেই প্রার্থী দেবে। ইসলামকে বিজয়ী করতে আলেমদের ভূমিকা রাখতে হবে। ইসলামের দুঃসময়ে আলেমরা অগ্রনী ভুমিকা রাখেছেন। যখনই ইসলামের উপর কোন কালোছায়া নেমে আসেছে, তখন আলেমরা তার শিকড় উপড়ে ফেলেছেন।

ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে রবিবার দুপুরে শহরের খারদ্বার মাদ্রাসায় আয়োজিত ওলামা সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল আউয়াল, ফজলুল উলুম মাদ্রাসার মুহাতামীম মাওলানা মো. আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মাওলানা মো. মুজ্জাম্মিল হক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমিন, যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা মো. নেছার উদ্দিন, ইসলামী আইনজীবি সমিতির কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলনের মনোনীত বাগেরহাট - ২ আসনের প্রার্থী এ্যাডভোকেট আতিয়ার রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতি আ. রহমান আজাদ, বাগেরহাট কামীল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা দারুল উলুম মাদ্রাসার মোহাদ্দেস, মাওলানা মো. নাসির উদ্দিন কাসেমী প্রমুখ।

সমাবেশ শেষে জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষনা করেন দলের আমীর মুফতী সৈয়দ মো. রেজাউল করিম। প্রার্থীরা হলেন, বাগেরহাট ১ (চিতলমারী-মোল্লাহাট- ফকিরহাট) আসনে মো. লিয়াকত হোসেন, বাগেরহাট- ২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে এ্যাডভোকেট আতিয়ার রহমান, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে মাওলানা শাহজালাল সিরাজী এবং বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মাওলানা মো. আব্দুল মজিদ।

(এসএকে/এসপি/মার্চ ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test