E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে ছয় চোরাই গরুসহ গ্রেফতার ১

২০১৮ মার্চ ২৫ ১৮:১৬:৩৬
বাউফলে ছয় চোরাই গরুসহ গ্রেফতার ১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে শনিবার রাতে গরু চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন চরআলগি গ্রামের ইউনুচ (৪৫)নামে একজন। এসময় পালিয়ে যেতে সক্ষম হন তার সঙ্গে থাকা ওই ইউপির ছয় নম্বর ওয়ার্ডের সদস্য ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন ব্যাপারী(৩৭)। এদিকে আজ রবিবার দুপুরে চুরির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মিছিল করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ইউনুচকে আটকের পরে তার স্বীকারোক্তি অনুযায়ি আরও ছয়টি চোরাই গরু উদ্ধার করে গরুসহ ওই রাতেই ইউনুচকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের (ইউপি) কাছে সোপর্দ করা হয়। চোরাই গুরুগুলোর তিনটি চরকচুয়া গ্রামের হাফিজুর রহমান ও অপর তিনটি উদ্ধার করা হয় ডিয়ারা কচুয়া গ্রামের আবুল হোসেন প্যাদার কাছ থেকে।

এ ব্যাপারে হাফিজুর ও আবুল হোসেন অভিন্ন ভাষায় বলেন, ‘কয়েকদিন আগে এক রাতে ওই গরু শাহাবুদ্দিন মেম্বর ভাগ-রাখালী হিসেবে লালন-পালনের জন্য রেখে গেছেন।’

চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনমুল হক আলকাচ মোল্লা সত্যতা স্বীকার করে বলেন, ‘শনিবার রাতে শাহাবুদ্দিন মেম্বর তাকে (ইউনুচ) ডেকে নিয়ে যায়। রাত সোয়া দশটার দিকে ডিয়ারা কচুয়া গ্রামের ইউনুচ জোমাদ্দারের (৪৮) গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে যাচ্ছিলেন ইউনুচ ও শাহাবুদ্দিন। ওই সময় গরুর মালিক ইউনুচ জোমাদ্দারকে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এসে হাতে-নাতে ধরে ফেলে ইউনুচকে। শাহাবুদ্দিন পালিয়ে যান ততক্ষনে। তবে পালিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত মোবাইলফোন পড়ে গেলে স্থানীয়রা তা পেয়ে জমা দেন।’

বাউফল থানার এসআই কবির হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে চুরির ঘটনার সঙ্গে ইউনুচ ও ইউপি সদস্য শাহাবুদ্দিনের জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। শাহাবুদ্দিনের মোবাইলফোন জব্দ করা হয়েছে। চোরাই গরু ওই ইউপির গ্রাম পুলিশ হাবিবুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

(এমএবি/এসপি/মার্চ ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test