E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

২০১৪ জুলাই ০৮ ১৬:৫৬:৩৩
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর বোয়ালমারী উপজেলার মঙ্গলবার সকালে  চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই প্রভাবশালী মতিয়ার শরিফ ও নজরুল খান গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে মনোয়ার খান (৫৮) ও মফিজুর রহমানকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চতুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল খান পক্ষের লোকজন সাবেক ইউপি সদস্য মতিয়ার শরিফের পক্ষের লোকজনের ৮/১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর আগে সোমবার রাতে মতিয়ার শরিফের লোকজন নজরুল খান পক্ষের আহমেদ খাঁ (৬০) মারধর করে আহত করে। তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপর নজরুল খানের লোকজন ৭/৮টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায়।

বোয়ালমারী থানার ওসি মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি।

(ওএস/জেএ/জুলাই ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test