E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

২০১৮ মার্চ ২৬ ১৭:২৪:৫২
গলাচিপায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে।

এ উপলক্ষে ওই দিন সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ-তুরষ্ক ফ্রেন্ডশীপ স্কুল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ-তুরষ্ক ফ্রেন্ডশীপ স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি শেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি প্রেফেসর সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারি কমিশনার ভূমি মো. সুহৃদ সালেহীন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নার্গিস সুলতানা, উপজেলা প.প কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আ. মন্নান, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. আতিকুর রহমান তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোকন চন্দ্র মালাকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ সহ সাংবাদিক বৃন্দ।

পরে সকাল ১০ টায় উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সমন্বয়ে গঠিত র‌্যালিটির নেতৃত্ব দেন উপজেলা আ’লীগের সভাপতি প্রফেসর সন্তোষ দে। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময়ে র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি হাজী মু. মজিবুর রহমান, সহ সভাপতি এড. মো. শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, দপ্তর সম্পাদক ও গোলখালী ইউপি চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা পরিষদের সদস্য ইশরাত জাহান আসমা, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য গাজী মু. ইউসুফ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মু. নাসির উদ্দিন এলাহী, যুগ্ম আহবায়ক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মু. নুরুল ইসলাম ধলা, উপজেলা যুবলীগের সভাপতি মো. খালিদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহরিয়ার কামরুল, সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ আসিফ প্রমুখ।

অপরদিকে বেলা ১১ টায় সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব মো. শাহজাহান খাঁন’র নেতৃত্বে এবং উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিয়ার নেতৃত্বে দুটি পৃথক পৃথক র‌্যালি বের হয়।

(এসডি/এসপি/মার্চ ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test