E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় বিএনপি সমর্থিত পাঁচ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

২০১৮ মার্চ ২৭ ১৭:৫৮:১৯
কলাপাড়ায় বিএনপি সমর্থিত পাঁচ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার হুমকি, ভোটারদের প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থীর ভোট দেখিয়ে দেয়ার আগাম হুশিয়ারি ও কেন্দ্র দখল করে সিল পেটানোর জন্য বহিরাগতদের জড়ো করার অভিযোগ করেছে বিএনপি সমর্থক পাঁচ চেয়ারম্যান প্রার্থী।

মঙ্গলবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বালিয়াতলী ইউনিয়ন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল কবির ঝুনু আওয়ামীলীগ প্রার্থীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

এসময় মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনিবর রহমান খন্দকার, ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুসফিকুর রহমান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৯ মার্চ নির্বাচন। অথচ বালিয়াতলীতে বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বিএনপির পক্ষে কাজ না করার হুমকি দেয়া হচ্ছে। মিঠাগঞ্জে আরামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীগঞ্জ আলহাজ মাহবুবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয় এবং মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ত্রাসী জড়ো করেছে নৌকা মার্কার প্রার্থী। বালিয়াতলীতে নৌকা প্রতীকের প্রার্থীর ভাইয়েরা সব কটি কেন্দ্র দখলের হুমকি দিয়ে আসছে।

ডালবুগঞ্জ ইউনিয়নের বিএনপি সমর্থক বৃদ্ধ হারেস মোড়লকে আওয়ামী লীগের মঞ্জু মোড়ল বাড়ি থেকে ধরে এনে ফুলবুনিয়া লঞ্চঘাটে নিয়ে কান ধরে ওঠবস করিয়েছে। প্রতিদিন সন্ধ্যার পরে মহড়া দেয়া হচ্ছে।

ধানখালীতে নৌকা প্রতীকের প্রার্থীর ক্যাডাররা মরিচবুনিয়া, মধুপাড়া ও ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের জন্য প্রস্তুতি নিয়েছে। এসব অভিযোগ নিয়ে ২৫ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের উপস্থিতিতে আইন- শৃঙ্খলা বিষয়ক এক সভায় তাঁরা স্পষ্টভাবে অভিযোগ আকারে উপস্থাপন করেছেন। কিন্তু পরিস্থিতির কোন উন্নতি ঘটেনি বলে দাবি করেন। তারা নির্বাচন কমিশনসহ উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। সুষ্ঠু ও বহিরাগতমুক্ত ভোটের পরিবেশ সৃষ্টির দাবি করেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা পাল্টা অভিযোগ করে বলেন, নিশ্চিত পরাজয় জেনে মাঠে প্রচার বাদ দিয়ে বিএনপির প্রার্থীরা এখন শুধু কাগজে-কলমের অভিযোগ করে বেড়াচ্ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশীদসহ পাঁচটি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যত ধরনের ব্যবস্থা তা নেয়া হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ করার সুযোগ নেই।

কলাপাড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে কোন ধরনের অনিয়ম করার সুযোগ নেই। সন্ত্রাসী যেই হোকনা কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আর ঝুকিপুর্ণ কেন্দ্র শণাক্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।

(এমকেআর/এসপি/মার্চ ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test