E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল

২০১৮ মার্চ ২৭ ১৮:৪৯:০৫
দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাকুরগাঁও আগমণ উপলক্ষে এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত এম আব্দুর রহিম রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকে (মরনোত্তর) ভূষিত হওয়ায় দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ শহরে আনন্দ মিছিল বের করে। 

২৭ মার্চ মঙ্গলবার দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাকুরগাঁও আগমণ এবং দিনাজপুরের সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত এম আব্দুর রহিম রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকে (মরনোত্তর) ভূষিত হওয়ায় দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির এর নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির এর সঞ্চালনায় মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ দুলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ প্রমুখ।

সমাবেশে স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য দিনাজপুরের কৃতি সন্তান প্রয়াত এম. আব্দুর রহিম (মরণোত্তর) কে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ “স্বাধীনতা পদক” এ ভূষিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আগামী ২৯ মার্চ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলায় প্রধানমন্ত্রীর আগমণ সফল করার লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি স্তরের নোতাকার্মীদের অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

(এসএএস/এসপি/মার্চ ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test