E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে মাসব্যাপী দ্বাবিংশ নাট্যোৎসব শুরু 

২০১৮ মার্চ ২৮ ১৫:২২:১১
দিনাজপুরে মাসব্যাপী দ্বাবিংশ নাট্যোৎসব শুরু 

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দেশ-বিদেশের ২০টি নাট্যেদলের সমন্বয়ে  দিনাজপুরে শুরু হয়েছে ‘দ্বাবিংশ দিনাজপুর নাট্যোৎসব ও প্রতিযোগিতা -২০১৮’। 

দিনাজপুর নাট্য সমিতি’র মিলনায়তনে মঙ্গলবার সন্ধায় মাসব্যাপী এ নাট্যোৎসব ও প্রতিযোগিতা উদ্বোধন করেন রাষ্ট্রীয় পদক প্রাপ্ত নাট্যজন কাজী বোরহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

আয়োজক দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা প্রশানক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো.হামিদুল আলম বিপিএম, নাট্যোৎসব ও প্রতিযোগিতার আহবায় ড.টিটো রেদওয়ান, নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজুসহ অন্যরা।

ভারতের ৫টি নাট্যদলসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি দল মাসব্যাপী এ নাট্যেৎসবে অংশ নিয়েছে।

(এসএএস/এসপি/মার্চ ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test