E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় মৎস্য সপ্তাহ ১৪

নান্দাইলে সফল মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

২০১৪ জুলাই ০৮ ১৯:০৯:৫৯
নান্দাইলে সফল মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি : অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত বুধবার ময়মনসিংহেরে নান্দাইল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ১৪ এর উদ্বোধন করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা , উন্মূক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। ২- ৮ জুলাই পর্যন্ত এ সপ্তাহে বিভিন্ন কার্যক্রম চলে। সপ্তাহের কর্মসূচীর মধ্যে ছিল স্লাইট প্রর্দশনী , গনমাধ্যম ব্যাক্তিত্বদের সাথে মত বিনিময় আলোচনা সভা প্রভৃতি।

৮ জুলাই নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের সমাপ্তির দিনে মূল্যায়ন সভা, সমাপনী এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিধি নান্দাইলের জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ড. রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার আব্দুস ছাত্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফারুক হোসেন, জেলা ওর্য়াল্ড ফিস প্রতিনিধি মো. হাবিবুর রহমান , নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, মাছ চাষী মো. হুমায়ুন কবীর রতন, ও জাকির হোসেন চঞ্চল।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য বলেন, নান্দাইলে মৎস্য খাত ও খামার উন্নয়ন তিনি সাধ্যমত সব কিছু করবেন এ জন্য তিনি উপজেলা পরিষদসহ সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি ২০১৫ সনে মৎস্য দিবসটি যেন উপজেলা খামারের বিস্তর জায়গায় অনুষ্ঠিত হয় সে জন্য উপজেলা মৎস্য অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। সমাবেশে মৎস্য চাষীর পুরস্কার লাভ করেন মো. হাসান মাহমুদ জুয়েল, মো. হুমায়ূন কবীর রতন, মো. এমদাদুল হক, জাকির হোসেন চঞ্চল।

সমাপনী অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজাদুর রহমান ভূঁইয়া।

(এপি/জেএ/জুলাই ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test