E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৪

২০১৮ মার্চ ২৯ ১৫:২০:৫৫
আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৪

স্টাফ রিপোর্টার : আনসার আল ইসলাম নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক জঙ্গি সদস্যসহ ৪ জনকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এসময় তাদের কাছ থেকে কম্পিউটারসহ অবৈধ ভিওআইপির বিভিন্ন সরাঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে র‌্যাব-১০ এর একটি দল চার ব্যক্তিকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নাফিস সাকিল, নান্নু, শুভ ও শামীম । তাদের মধ্যে নাফিস সাকিল আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। র‌্যাব জানায়, জঙ্গিবাদে বিভিন্ন সময়ে অর্থায়ানের অভিযোগের সূত্র ধরে অভিযান চালিয়ে ডেন্ডাবর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

মূলত জঙ্গি সদস্য নাফিস সাকিলকে আটক করতে গিয়ে পরে তল্লাশি চালিয়ে ভিওআইপির অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আরও ৩ জনকে আটক করা হয়। তাদের সঙ্গে জড়িত বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

র‌্যাব-১০ এর সিপিসি ১ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুখী বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের কাছে তথ্য ছিল আনসার আল ইসলাম নামের জঙ্গি সংগঠনের এক সদস্য আশুলিয়ায় একটি জায়গায় বসে অর্থ জোগাড় করছে। এ তথ্যের ভিত্তিতে তাকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযানে জঙ্গি সদস্য নাফিস সাকিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কক্ষ তল্লাশি শেষে জানা যায় তারা প্রত্যেকে অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত।

তিনি আরও জানান, গত কয়েকমাস আগে রায়হান নামের এক ব্যক্তি ডেন্ডাবর এলাকায় বাসা ভাড়া নেয়। সেখানে শুভ ,নাফিস শাকিল, নান্নু , শামীম এ ভিওআইপি ব্যবসা অপারেট করতো। এবং সিম ক্লোন করে অর্থ আদায় করতো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(টি/এসপি/মার্চ ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test