E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে মিথ্যা মামলায় জাবি শিক্ষার্থীকে হয়রানীর অভিযোগ

২০১৮ মার্চ ২৯ ১৭:২২:৪৬
রায়পুরে মিথ্যা মামলায় জাবি শিক্ষার্থীকে হয়রানীর অভিযোগ

রায়পুুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : নিজ এলাকা লক্ষ্মীপুরেরর রায়পুরের গ্রামরে বাড়ী না থেকেও মামলার এক নম্বর আসামি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্মাতকোত্তরের শিক্ষার্থী সাইফুল ইসলাম।

ইউএনবি ও নিউ এজ পত্রিকার জাবি প্রতিনিধি মেধাবী এ শিক্ষার্থী দীর্ঘ দিন থেকে এলাকায় না থাকলেও তার নেতৃত্বেই অভিযোগকারীর মাথায় রড দিয়ে আঘাত করে টাকা ছিনতাই করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ওই মামলাতে সাইফুলের বাবা, মা ও ছোট বোনসহ পরিবারের ৫ সদস্যকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সাইফুলের পিতা-মাতা এ হয়রানীর প্রতিকার দাবি করেছেন।

জানা যায়, গত ২৫ মার্চ জাকির হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি লক্ষ্মীপুরের রায়পুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এজাহারে উেেল্লখ করা হয়, জমিজমার বিরোধের জেরে ২২ মার্চ রাত ৮টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী জাকির হোসেনের পথ অবরোধ করে সাইফুল এবং তার পরিবারের সদস্যরা তার মাথায় রড দিয়ে আঘাত করে এবং তার কাছ থেকে টাকা ছিনতাই করে।

অনুসন্ধানে জানা যায়, জাকির হোসেন সরকারি দলের নাম ভাঙিয়ে এলাকায় জমি দখলসহ নানা অপকর্ম করেন। জাকিরের বিরুদ্ধে রায়পুর থানায় জমি দখল, লুটপাটসহ একাধিক বিষয়ে মামলা রয়েছে। এজাহারে উল্লেখিত ঘটনা না ঘটলেও এলাকার পূর্বের দ্বন্দের জেরে মামলা করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন আমি চট্টগ্রাম ছিলাম। তাহলে কীভাবে আমার নেতৃত্বে তাকে (জাকির) মারা হলো। এলাকার জমিজমার বিরোধকে কেন্দ্র করে আমার শিক্ষাজীবনের ক্ষতি করার জন্য আমার ও আমার পরিবারে বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেয়া হয়েছে।

মামলার বাদী জাকির হোসেন বলেন, ‘তারা মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে তাই আমরাও দিয়েছি।’ সাইফুল ওই দিন ঘটনাস্থলে ছিলেন এমন প্রশ্ন তিনি বলেন, ‘আমি জানি না সেটা আদালত দেখবে।’

(পিকেআর/এসপি/মার্চ ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test