E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেই অধ্যক্ষ নারায়ণগঞ্জে বদলি

দেড় মাস পর খুলেছে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট 

২০১৮ মার্চ ২৯ ১৮:৪৫:১৮
দেড় মাস পর খুলেছে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট 

শেখ আহসানুল করিম, বাগেরহাট : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির আলোচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে নারায়ণগঞ্জে বদলির পর বাগেরহাট মেরিন ইনস্টিটিউট খুলে দেয়া হয়েছে। দেড় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটে ফের ক্লাশ শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব শোভা শাহনাজ স্বাক্ষরিত ওই আদেশটি বুধবার সন্ধ্যায় বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে পৌঁছাবার পর কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বদলীর ওই আদেশে উল্লেখ করা হয়, ‘বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে সিনিয়র ইন্সট্রাক্টর পদে নারায়ণজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে এবং চাদপুরের আইএমটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনকে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে বদলী করা হয়।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে সিরাজগঞ্জে বদলী করা হয়েছিল। কিন্তু ওই আদেশের পর তিনি সিরাজগঞ্জে যোগদান না করায় ওই আদেশ বাতিল করে নতুন বদলীর আদেশ দেয়া হয়। দেড় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলে দেয়া হয় বাগেরহাট মেরিন ইনস্টিটিউট।

প্রসঙ্গত, বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির আলোচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীরা। তার অপসারণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষোভ কর্মসুচি পালন করেন শিক্ষার্থীরা। এই অবস্থায় গত ১৫ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বন্ধ ঘোষণা করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। পরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রশিক্ষণ সাজ্জাদ হোসাইনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রশিক্ষন সাজ্জাদ হোসাইন সরেজমিনে তদন্তে করে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পান।

(এসএকে/এসপি/মার্চ ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test