E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীতে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা 

২০১৮ মার্চ ৩১ ১৬:২৭:৪৩
পটুয়াখালীতে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা 

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে দুই দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী প্রাঙ্গনে ন্যাশনাল আই কেয়ারের সহযোগীতায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব ফয়েজ আহম্মেদ। 

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের আওতায় ৬০০ রোগীর চোখে সরকারি ব্যাবস্থাপনায় বিনামূল্যে লেন্স সংযোজন সহ ছানি অপারেশন ও চোখের অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হবে।

দুই দিনব্যাপী এ কর্মসূচিতে দুস্থ রোগীদের সেবা দিতে ৭০ জন ডাক্তারের একটি বিশেষজ্ঞ দল পটুয়াখালীতে অবস্থান করছেন। বাছাইকৃত রোগীদের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অপারেশন ও পরবর্তী সেবা দেয়া হবে।

(এসডি/এসপি/মার্চ ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test