E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীর পাকশীতে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

২০১৮ এপ্রিল ০২ ১৭:১১:৩৬
ঈশ্বরদীর পাকশীতে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম ওরফে পিন্টু (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় মারা গেছেন।  গতকাল  রবিবার রাত সাড়ে আটটায় রূপপুর মোড় এলাকায় তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত হন।

পিন্টু হত্যার প্রতিবাদে আজ সোমবার সকাল সাড়ে ৯টা হতে রূপপুর পাকার মোড়ে (লালন শাহ সংযোগ সড়ক) সড়ক অবরোধ করেছেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলের শত শত নেতা-কর্মী। তারা পিন্টু হত্যার প্রতিবাদে ও হত্যাকারী হিসেবে সন্ত্রাসীকে দ্রুত ক্রেফতারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

অবরোধের ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে। আসামী গ্রেফতারের পুলিশের আশ্বাসের পর সকাল ১১টায় নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।

পিন্টুর স্বজনরা জানান, রোববার রাতে গুলিবিদ্ধ পিন্টুকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় তাঁর মৃত্যু হয়।

হামলার ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান, পিন্টু রোববার সন্ধ্যা সাড়ে সাড়ে আটটার দিকে রূপপুর মোড়ে একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার কোমড়ে দুটি গুলি লাগে। এরপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পিন্টুর মরদেহ ময়নাতদন্ত শেষে পাকশীতে আনা হবে। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি জানান, যে কোন হামলা ও অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা দুঃখজনক। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে এর নিন্দা জানাই। সদরুল আলম পিন্টুকে ইতিপূর্বেই পাবনা জেলা ছাত্রলীগ পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছিলেন। এরপর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করেছিলেন। সে ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন না বলে তিনি জানিয়েছেন। বিষয়টি পাবনা জেলা ছাত্রলীগ আমাদের বারবার অবহিত করেছেন।

রূপপুর পারমাণবিক প্রকল্প একটি বিশেষ নিরাপত্তা বলয়ভুক্ত এলাকায় গিয়ে গুলি ও কুপিয়ে ছাত্রলীগ নেতা পিন্টুকে আহত করলেও প্রত্যক্ষদর্শীরা সন্ত্রাসীদের সম্পর্কে কেউ মুখ খুলছে না। পুলিশ এ ঘটনায় এখনো পর্যন্ত সন্দেহভাজন কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।

(এসকেকে/এসপি/এপ্রিল ০২, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test