E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

২০১৮ এপ্রিল ০৩ ১৫:১৭:৪৮
ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : মঙ্গলবার ভোর রাতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত হয়েছে।

এ ঘটনায় জেলা ডিবি পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- ডিবি পুলিশের এসআই খোকন (৩৬), কনস্টেবল এনামুল হক (৪২), আব্দুল মমিন (৩৫) ও জামাল (২৮)।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে এমন সংবাদে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ১৪/১৫ জনের ডাকাত দল গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

(এফআইআর/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test