E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় উৎপাদিত মালটা চারা দেশের বিভিন্ন স্থানে রফতানি হচ্ছে

২০১৮ এপ্রিল ০৩ ১৭:৩৩:৪৫
নওগাঁয় উৎপাদিত মালটা চারা দেশের বিভিন্ন স্থানে রফতানি হচ্ছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে একটি নার্সারীতে এখন উৎপাদিত হচ্ছে বৈদেশিক ভিটামিন-সি জাতীয় ফল মালটার চারা। উৎপাদিত এই মালটার চারা ধামইরহাট থেকে জয়পুরহাট, বগুড়া, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে রফতানি করা হচ্ছে বলে জানিয়েছেন উক্ত নয়ন নার্সারীর মালিক আলতাফ হোসেন। 

উপজেলার দক্ষিন চকযদু গ্রামের মনছুর রহমানের ছেলে নয়ন নার্সারীর (রেজি-০০০১৯) সত্বাধিকারী মোঃ আলতাফ হোসেন জানান, দেশের বিভিন্ন স্থানে ভ্রমনে গিয়ে নার্সারীর প্রতি আকৃষ্ট হন তিনি। সেই থেকে এলাকার পতিত প্রায় ৫ বিঘা জমি বর্গা (চুক্তি ভিত্তিক) নিয়ে ওই জমিতে নার্সারী তৈরী করেন।

উন্নত জাতের বারী-১ ও পাকিস্তানী মালটার বীজ রোপন করে চারাগাছ তৈরী করেন। এছাড়াও সেখানে ঝুড়ি কমলা, থাই লেবু, থাই পেয়ারা, বিদেশী গোলাপ, সূর্যমুখী চারা, চায়না ও বিভিন্ন জাতের লিচু চারা উৎপাদন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।

এ ব্যাপারে উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি ডা. মোঃ ইউনুছ আলী জানান, তরুন উদ্যোক্তা আলতাফ হোসেন তার নার্সারীতে উৎপাদিত মালটা চারা দেশের বিভিন্ন প্রান্তরে রফতানি হচ্ছে বলে আমরা গর্বিত। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ কায়সার ইকবাল জানান, তরুন এই সব উদ্যোক্তারা আরও মনোযোগ সহকারে উন্নত মানের এসব চারা উৎপাদন করলে শুধু মাত্র দেশেই নয়, বিদেশেও এসব চারা রফতানি সম্ভব হবে। সেই সঙ্গে দেশের বেকার সমস্যা দূরীকরনের পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নও সম্ভব হবে।

(বিএম/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test