E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে শিলের আঘাতে আহত স্কুলছাত্রীর মৃত্যু

২০১৮ এপ্রিল ০৩ ১৭:৩৮:৪১
চাটমোহরে শিলের আঘাতে আহত স্কুলছাত্রীর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : জুঁই খাতুন বৃষ্টি (১২) সবেমাত্র প্রাইমারী স্কুল পাস করে ভর্তি হয়েছিলো বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে। সহপাঠিদের সাথে মনের আনন্দে নতুন স্কুল, নতুন স্কুল ড্রেস, নতুন জুতো-ব্যাগ নিয়ে আর স্কুলে যেতে পারবে না  শুক্রবার দুপুরে চাটমোহরে ঘটে যাওয়া স্মরণকালের শিলাবৃষ্টিতে শিলা কুড়াতে গিয়ে প্রাণ গেল তার। বাড়ির উঠোনে বিশালাকৃতির শিলা কুড়াতে কুড়াতে বিশাল শিলা জুঁই খাতুন বৃষ্টির মাথায় পড়ে মাথা ফেটে যায়। 

জুঁই পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল মল্লিকপাট (গাবতলা) গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার নিহতের বাড়িতে গিয়ে তাৎক্ষনিকভাবে নগদ ৫ হাজার টাকা, কম্বল ও শুকনা খাবার অনুদান প্রদান করে। নিহতের পিতা মাতাকে সব রকমের সহযোগীতার আশ্বাস দেন। এসময় ইউপ চেয়ারম্যান মো. মকবুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত শুক্রবার দুপুরে শিলা বৃষ্টির সময় বাড়িতে উঠানে শিলা কুড়াতে ঘিয়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয় জুঁই। প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর পর জুঁইয়ের ডান হাত-পা অবশ হয়ে গেলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর শনিবার বিকেলে জুঁইয়ের পরিবারের লোকজন চিকিৎসাধীন অবস্থায় তাকে বাড়ি ফিরিয়ে এনে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসা শুরু করেন। সোমবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুঁই খাতুন বৃষ্টির মৃত্যু হয়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. স.ম. বায়েজিদুল ইসলাম বলেন, শিলার আঘাতে জুঁই খাতুনের মাথায় রক্তজমাট বেঁধেছিল। কোন অবস্থাতেই মেয়েটিকে বাড়ি ফিরিয়ে আনা ঠিক হয়নি। তার আরও (জুঁই) চিকিৎসার প্রয়োজন ছিল।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, শিলার আঘাতে স্কুলছাত্রী মৃত্যুর তালিকা ইউএনও স্যারকে দেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত জুঁই খাতুনের পরিবারকে নগদ ৫ হাজার টাকা, কম্বল ও শুকনা খাবার অনুদান প্রদান করা হয়েছে। এ ছাড়া সব রকমের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, চাটমোহরে শিলাবৃষ্টিতে পৌর সদরসহ উপজেলার অধিকাংশ বাড়িঘর, গাছপালা, আম, জাম-কাঁঠাল, লিচু, রসুনসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টিনের চালগুলো ছিন্নভিন্ন হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে। এছাড়া শিলার আঘাতে আহত হয়েছে শতাধিক মানুষ।

(এমএইচএম/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test