E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে সিঁধ কেটে খুনের ঘটনায় মানববন্ধন

২০১৮ এপ্রিল ০৩ ১৮:১০:২৮
বাউফলে সিঁধ কেটে খুনের ঘটনায় মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : সিঁধ কেটে বসতঘরে ঢুকে ভাইকে কুপিয়ে হত্যা ও বোনকে জখম করার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের কুন্ডুপট্রি এলাকার প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা।

মদনপুরা ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা হাওলাদারের নেতৃত্বে এ সময় বিভিন্ন শ্রেণি পেশার দুই সহাস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহন নেয়। পৌর সদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরের সমাবেশে সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, সাবুপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ইউপি সদস্য আবু হানিফ প্রমুখ বক্তুতা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১১ মার্চ, রোববার রাতে কতিপয় দুর্বৃত্ত মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে আবুল কালাম খান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা ও তার ছোটবোন রিনা বেগমকে (২৮)হাত-পা বেঁধে কুপিয়ে জখম করে। ভোরবেলা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয় রিনা বেগমকে। বর্তমানে পটুয়াখালীর হিমি পলি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন তিনি। এ ঘটনায় ১২ মার্চ নিহতের ছোট ভাই সাইদুর রহমান বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

আহত রিনা বেগমের ভাই সাইদুর রহমান বলেন, ‘হত্যাকারীদের চিনে ফেলায় বোন রিনাকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়। মরার ভান ধরে আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান তিনি।’

তিনি আরও বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধে কালামকে নৃশংষভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

হত্যা ও জখমের ঘটনার এক মাস অতিবাহিত হলেও পুলিশ উল্লেখযোগ্য কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন সমাবেশে বক্তারা।

এ ব্যাপারে বিষয়ে বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় কবির (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।’

এ ব্যাপারে পটুয়াখালীর পিবিআইর পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা তৈয়বুর রহমান বলেন, ‘মামলাটি তদন্তের আদেশ হয়েছে। তবে এখন পর্যন্ত ডকেট পাওয়া যায়নি। আশা করছি খুনের আসল রহস্য উদঘাটন করে জড়িতদের খুব সিগগির গ্রেফতার করা সম্ভব হবে।’

(এমএবি/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test