E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা, থমথমে রুপপুর 

২০১৮ এপ্রিল ০৩ ১৮:১৬:২৭
ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা, থমথমে রুপপুর 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টুকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত পিন্টুর বাবা আব্দুল আজাদ বাদী হয়ে মামলাটি  দায়ের করেছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন জানান, মামলায় ছাত্রলীগের কথিত কর্মী সৌরভ হাসান ওরফে হাতকাটা টুনটুনিকে প্রধান আসামী করে ৯ জন নামীয় ও অজ্ঞাত আরো ৫ জনসহ ১৪ জনকে আসামী করে মামলাটি রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এলাকাবাসীরা জানান, আসামীদের বাড়ি-ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং বাড়ির লোকজন সকলেই পালিয়েছে । সহিংসতা এড়াতে হাতকাটা টুনটুনির বাড়িতে পুলিশী পাহারা বসানো হয়েছে।

ব্যস্ততম রূপপুরে থমথমে অবস্থাঃ

এদিকে দলীয় প্রতিপক্ষের গুলি ও ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ সভাপতি পিন্টুর মৃত্যুর পর রূপপুরসহ পাকশী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দ্রুত গতিতে এগিয়ে চলা দেশের সর্ববৃহত প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকাটি হঠাৎ সুনসান হয়ে পড়েছে।

মঙ্গলবার সরজমিনে রূপপুর এলাকায় গিয়ে দেখা যায়, পাকশী, বিবিসি বাজার ও ব্যস্ততম রূপপুর পাকারমোড়সহ আশপাশের এলাকায় বেশীরভাগ দোকানপাট বন্ধ। গুটি কয়েক দোকান খোলা থাকলেও শার্টার অর্ধেক নামানো। আতঙ্কিত পাকশী বাসীর অনেকেই বাড়ির ভেতরে অবস্থান করছেন। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটির সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেক ব্যক্তি ও গাড়ি তল্লাশির পর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সোমবার ভৌর পৌনে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গুলিবিদ্ধ সদরুল আলম পিন্টুর মৃত্যু হয়। এর আগে রবিবার রাতে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় পিন্টুকে রূপপুর মোড়ে রাস্তায় ফেলে রাখে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

(এসকেকে/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test