E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুগান্তরে সংবাদ প্রকাশের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন

২০১৮ এপ্রিল ০৫ ১৭:৪৮:০৬
যুগান্তরে সংবাদ প্রকাশের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল দুপুরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জয়িতা মহিলা মার্কেট এর সন্মুখে প্রায় ঘন্টাব্যাপী  সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভুবনকুড়া ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এমএ সুরুজ মিঞার বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রদান করা হয়েছে।

এ সময় মানবন্দনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা কবীরুল ইসলাম বেগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক চয়ন কুমার সরকার, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান প্রমুখ।

বক্তাগণ প্রকাশিত সংবাদে চেয়ারম্যান আলহাজ্ব এমএ সুরুজ মিঞার নাম অন্তর্ভুক্ত করায় তীব্র প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় " ৬২০ জনের খোঁজে পুলিশ" শিরোনামে সারাদেশে ৬২০ চোরাকারবারি, মুদ্রা পাচারকারী ও হুন্ডি ব্যবসায়ীদের তালিকায় ভুবনকুড়া ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এমএ সুরুজ মিঞার নাম অন্তর্ভুক্ত করায় এসব কর্মসূচী পালন করা হয়।

(জেসিজি/এসপি/এপ্রিল ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test