E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজারে আগুন 

২০১৮ এপ্রিল ০৮ ১৭:২৯:৩৩
কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজারে আগুন 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর এলেংজানী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় এলেংজানী নদীর ধলাটেঙ্গর নামকস্থানে ১০টি বাংলা ড্রেজারে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রবিবার ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, অভিযানে পুলিশ,আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা করেন।

এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাফিসা আক্তার জানান, অভিযান চলাকালে আমরা কোন ঘাট মালিক,কর্মচারী বা বালু ব্যবসার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে আটক করতে পারি নি। তবে অবৈধ এ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(আরকেপি/এসপি/এপ্রিল ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test