E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাছ কাটে বিএনপি নেতা, ধামাচাপা দেয় আ. লীগ নেতা!

২০১৮ এপ্রিল ০৯ ১৮:০০:১৫
গাছ কাটে বিএনপি নেতা, ধামাচাপা দেয় আ. লীগ নেতা!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সরকারি রাস্তার গাছ কেটে তছরূপ করছে বিএনপির নেতা। আর সেই গাছ কাটার বিষয়টি শুধু অর্থের ভাগের বিনিময়ে ধামা চাপা দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এমন ঘটনা এলাকায় ‘চোরে চোরে খালাতো ভাই’ প্রবাদটি চাউর হয়ে উঠেছে। উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান-সাহানাপাড়ার রাস্তায় এই সরকারি গাছ কাটা ও অর্থ ভাগবাটোয়ারার ঘটনা ঘটেছে। 

জানা গেছে, গত ২৩ মার্চ দুপুর ১২টার সময় বীরজোয়ানের মৃত ওসমান গণির ছেলে বিএনপি নেতা ফারুক কামালের (৫০) নির্দেশে একই গ্রামের অফির ভাংগির ছেলে এনামূল হক বুড্ডা (৪৫), রফাতুল্লাহর ছেলে মইনুদ্দিন (৫০), নজিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৫০), সমসের আলীর ছেলে হবির উদ্দিন (৪৮), হবির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও শফিকুল ইসলাম (২৬) প্রকাশ্য দিবালোকে বীরজোয়ান-সাহানাপাড়া রাস্তার পাশে লাগানো বনবিভাগের ৪টি আকাশ মনি যার আনুমানিক মুল্য ২০ হাজার টাকা কেটে নেয়। এলাকাবাসী সঙ্গে সঙ্গে বিষয়টি বনবিভাগকে অবহিত করে।

এরপর স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানকে অবহিত করলে তাঁরা তাৎক্ষনিক ওসিকে নির্দেশ দিলে ওসি ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে দেন। পুলিশ গাছগুলি উদ্ধার করে পাড়ইল ইউনিয়ন পরিষদে জমা দেয়। কিন্তু ১৮ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত রাস্তার গাছ কাটার অপরাধীদের বিরুদ্ধে কোন আইনী পদক্ষেপ গ্রহন করা হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যানের গাফিলতির কারণে আইনী পদক্ষেপ নিতে দেরী হচ্ছে। তিনি যে কোন কারণে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে বনবিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে এবং ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে গাছগুলো জিম্মায় দেয়া হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা আহম্মেদ আলী বলেন, আমার কাছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করি। কিন্তু কোন পক্ষের কাছ থেকে আসামীদের নাম পাওয়া যায়নি। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ন কাজের জটিলতার কারণে আইনী পদক্ষেপ নিতে দেরী হলো। আসামিদের নাম পেলেই মামলা দায়ের করবো।

পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা বলেন, মাত্র ১টি গাছ এলাকার পাগল-ছাগলরা (!) কেটেছে। তারা আমাদেরই লোক। ছোট একটি গাছ যার ওজন খুব বেশী হলে ৯০ কেজির মতো হবে। এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিবো। পুলিশ, বনবিভাগ, বরেন্দ্র সবাই দেখেছে।

(বিএম/এসপি/এপ্রিল ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test