E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শালিখায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ 

২০১৮ এপ্রিল ১০ ১৭:২১:৪০
শালিখায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ 

মাগুরা প্রতিনিধি : উন্নয়ন শীল আউশ ও নেরিকা আউশ ধান চাষে প্রদোনা কার্যক্রমের আওত্বায় মাগুরার শালিখা উপজেলার ৬২০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে এলাকার কৃষকদের সম্বন্নয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুলহোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, যুব উন্নয়ন অফিসার ইলিয়াচুর রহমান, সমবায় অফিসার পংকজ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপজেলার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-১/ ২০১৮-১৯মৌসূমের জন্য ৫কেজি হারে উন্নয়নশীল আউশ ও নেরিকা আউশ ধানের বীজ বিতরন করা হয়।

এছাড়া ইউরিয়া ২০কেজি , ডিএপি ১০কেজি, এমওপি ১০কেজি এবং নগদ সহায়তা ৫শ ও এক হাজার টাকা করে দেওয়া হয়।

(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test