E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটা সংস্কারের দাবিতে আশেক মাহমুদ কলেজে আন্দোলন

২০১৮ এপ্রিল ১১ ১৭:০৮:১৭
কোটা সংস্কারের দাবিতে আশেক মাহমুদ কলেজে আন্দোলন

জামালপুর প্রতিনিধি : কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলমান আন্দোলনের সাথে যোগ দিয়েছে জামালপুর আশেক মাহমুদ কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা। 

বুধবার সকাল ১০টা থেকে এই আন্দোলনে কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ছাড়াও সাধারণ ছাত্রছাত্রী জড়ো হয়। পুলিশি বাধা ও ছাত্রলীগের নেতাকর্মীদের হুমকি-ধমকি উপেক্ষা করে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য দেন কামরুল হাসান সজিব ও মোহাম্মদ সুজনসহ অনেকেই।

কর্মসুচি ভুল করতে আগে থেকেই কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা। শুরুতেই পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করতে চাইলে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিশ্রুতির পর পুলিশ তাদের অবস্থান থেকে কিছুটা শিথিল হয়। অবস্থান কর্মসূচির পর কলেজ ক্যাম্পাসের আমতলায় সমাবেশ চলাকালে ছাত্রলীগের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টাসহ হুমকি-ধমকি ও গালিগালাজ শুরু করে আন্দোলনরত ছাত্রছাত্রীদের। প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠা ছাত্রছাত্রীদের শ্লোগানে উত্তাল হয়ে উঠে কলেজ প্রাঙ্গণ।

সমস্ত বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের একটি মিছিল ক্যাম্পাস হয়ে শহরের পাঁচরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

(আরআর/এসপি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test