E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে ইজিবাইকের অনুমোদন দেবে না

২০১৪ জুলাই ০৯ ১৪:৫১:৫৬
সিলেটে ইজিবাইকের অনুমোদন দেবে না

সিলেট প্রতিনিধি : মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক চলাচলে অনুমতি দেবে না সিলেট সিটি কর্পোরেশন (এসসিসি)। তবে নগরীর আশপাশে চলাচল করতে পারবে এসব যান।

বুধবার ইজিবাইক মালিকদের সঙ্গে এসসিসি মেয়র ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক হয়।
বৈঠকে মালিকরা ঈদের আগ পর্যন্ত সিলেট নগরীতে ইজিবাইক চলাচলের জন্য মেয়র ও পুলিশের প্রতি অনুরোধ জানান।
জবাবে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে নগরীর আশপাশে ইজিবাইক চলাচল করতে পারবে। তবে নগরীতে প্রবেশ করতে পারবে না।
তিনি বলেন, নগরীর আশপাশে ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়া হলেও এক্ষেত্রে পুলিশের দিক-নির্দেশনা মেনে চলতে হবে। তাছাড়া সিটি কর্পোরেশন থেকে ইজিবাইকের কোনো অনুমোদন দেওয়া হবে না।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজ, মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) একরাম হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমদ ও বিআরটিএ এর মোটরযান পরিদর্শক রাজিবুল ইসলাম এবং ইজিবাইক মালিকদের সংগঠনের নেতারা।
(ওএস/এএস/জুলাই ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test