E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রিকন্ডিশন গাড়ি আমদানিতে ঘুরে দাঁড়িয়েছে মোংলা বন্দর

২০১৮ এপ্রিল ১২ ১৬:৩৭:০১
রিকন্ডিশন গাড়ি আমদানিতে ঘুরে দাঁড়িয়েছে মোংলা বন্দর

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বর্তমান সরকারের উদ্যোগে মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানি শুরুর পর থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দরটি। ৯০ দশকের পর লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হওয়া মোংলা বন্দর এখন লাভজনক প্রতিষ্ঠান। মৃতপ্রায় অচল বন্দরটি সচল হয়েছে। বেড়েছে পন্য ওঠানামাসহ কর্মচাঞ্চচল্য। লোকসান কাটিয়ে প্রতি বছরই বাড়ছে মোংলা বন্দরের রাজস্ব আয়। এই বন্দর দিয়ে আমদানিকারকরা গত ৯ বছরে রিকন্ডিশন গাড়ি আমদানি করেছে ৯২ হাজার ৫শ ৫৭টি। শুধু রিকন্ডিশন গাড়ি আমদানি খাত থেকে বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় হয়েছে প্রায় ১শ’ ৪ কোটি টাকা। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সূত্র জানায়, ১৯৫০ সালের ১ ডিসেম্বর মোংলা প্রতিষ্ঠার পর বিশেষ করে ৯০ দশকের শেষে এসে মৃতপ্রায় ও লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয় বন্দরটি। সরকারের সঠিক দিকনির্দেশনার অভাবে সেসময়ে ধারাবাহিক ভাবে লোকসান গুনতে-গুনতে পুরোপুরি বন্ধের উপক্রম হয়ে কর্মহীন ও অচল হয়ে পড়ে মোংলা বন্দর। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী দেশের দ্বিতীয় এই সমুদ্র বন্দরটিকে ‘মৃতঘোড়া’ বলে আখ্যায়িত করে মোংলা বন্দরের সকল উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দেন।

বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার প্রথম বৈঠকে মোংলা বন্দরকে গতিশীল করতে কার্যকর উদ্যোগ গ্রহনের নির্দেশ দেন। দেশের আমদানীকৃত খাদ্যপন্যের ৪০ ভাগ মোংলা বন্দর দিয়ে খালাসের বাধ্যবাধকতা জারি করা হয়। মোংলা বন্দরে বাড়তে থাকে কার্গো ও কনন্টেইনার বোঝাই পন্য আমদানি-রফতানির কাজ।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরের জাহাজ জট কমাতে ও মোংলা বন্দরকে সচল করতে এই বন্দরটি দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানির উদ্যোগ নেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সে সময় বন্দরে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা সত্বেও হক্স বে অটোমোবাইলস নামের একটি প্রতিষ্ঠান মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করতে এগিয়ে আসে।

২০০৯ সালের ৩ জুন হক্স বে অটোমোবাইলস জাপান থেকে এমভি এস্ট্রেলা এর্টানা নামের একটি গাড়িবাহী জাহাজে ২৫৬টি রিকন্ডিশন গাড়ি মোংলা বন্দরে নিয়ে আসে। বাড়তে থাকে মোংলা বন্দরের কর্মচাঞ্চচল্য। হক্স বে অটোমোবাইলসের দেখানো পথে এখন ১৫টি রিকন্ডিশন গাড়ি আমদানিকারক মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করছেন।

এরপর থেকে এপর্যন্ত দীর্ঘ ৯ বছরে মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে ৯২ হাজার ৫শ ৫৭টি। শুধু রিকন্ডিশন গাড়ি আমদানি খাত থেকে বন্দর কর্তৃপক্ষ এইসময়ে রাজস্ব আদায় করেছে ১শ’ ৩ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৭শ’ ৬৬ টাকা।

মোংলা বন্দরকে এগিয়ে নিতে ব্যক্তি উদ্যোগে অনন্য অবদান রাখায় হক্স বে অটোমোবাইলসের কর্ণধরকে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে দেয়া হয় বিশেষ সম্মননা। গত ৪ এপ্রিল মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ হক্স বে অটোমোবাইলসের কর্ণধর ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল হকের হাতে সম্মাননতা তুলে দেন। এসময়ে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান উপস্থিত ছিলেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান বলেন, মোংলা বন্দরের উন্নয়নে হক্স বে অটোমোবাইলসের মতো যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করলে তার প্রতিদান স্বরূপ বন্দরও তাদেরকে বিভিন্ন ভাবে সম্মানিত করার প্রক্রিয়া অব্যাহত রাখবে। এতে করে মোংলা বন্দরের উন্নয়নের পাশাপাশি আমদানি-রফতানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও উৎসাহিত হবেন।

(এসএকে/এসপি/এপ্রিল ১২, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test