E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিএনপির ৯০ নেতাকর্মী কারাগারে

২০১৮ এপ্রিল ১২ ২২:২৮:০৮
কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিএনপির ৯০ নেতাকর্মী কারাগারে

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দুয়া উপজেলা বি.এন.পির সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন ভূঞা সহ বিএনপির ৯০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বৃহস্পতিবার বেলা আড়াইটায় নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার সমর্থীত নেতাকর্মীদের নিয়ে হাজিরা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা। আদালতের বিচারক শুনানী শেষে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চলতি বছরের গত ৪ ও ৮ ফেব্রুয়ারি বিষ্ফোরক দ্রব্য, দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে কেন্দুয়া থানায় পৃথক ৪টি মামলা করে। ৪টি মামলায় বিএনপির ও তার অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীকে বিবাদী করে পুলিশ।

একটি মামালার বাদী কেন্দুয়া থানা পুলিশের এসআই. নূরুল আমিন ও তদন্তকারী কর্মকর্তা এসআই সামেদুল হক জানান, বিষ্ফোরক, দ্রুত বিচার, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ৪টি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে করাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

(এসবি/এসপি/এপ্রিল ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test