E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নববর্ষ উপলক্ষে নান্দাইলে ৪ কিলোমিটার আলপনা

২০১৮ এপ্রিল ১৩ ১৭:৩৮:১৮
নববর্ষ উপলক্ষে নান্দাইলে ৪ কিলোমিটার আলপনা

নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে হাজারো শিক্ষার্থি পহেলা বৈশাখ নববর্ষকে সামনে রেখে এবং গিনেজ বুকে নাম উঠানোর প্রত্যয়ে রেকর্ড করে মহাসড়কে ৪ কিলোমিটার আলপনা এঁকে তাক লাগিয়ে দিয়েছে। 

নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহশ্রাধিক ছাত্রী শুক্রবার (১৩ এপ্রিল) ভোর ৬ টা থেকে ১ টা পর্যন্ত তাদের বিদ্যালয়কে কেন্দ্র করে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর এলাকার ৪ কিলোমিটার সড়কে এ বৃহৎ আলপনাটি এঁকেছে।

চৈত্রের তীব্রতাপ উপেক্ষা করে মনের সাহস আর অদম্য শক্তিকে পুঁজি করে রং তুলি হাতে দিয়ে ৪ হাজার মিটার আলপনা এঁকে গিনেজ বুকে স্থান নিতে চায় তারা।

আয়োজকদের একজন জানায় ২০১৭ খ্রিস্টাব্দে দূর্গাপূজা উপলক্ষে ভারতের নদীয়ায় ২.৯ কিলোমিটার রাস্তায় আলপনা করে গিনেজ বুকে জায়গা করে নেয়। তাই তারা ৪ কিলোমিটার সড়কে আলপনা করে ওই রেকর্ডটি ভাংতে চায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরের ৪ হাজার মিটার দীর্ঘ ও ৮ মিটার প্রস্থের আলপনা আঁকার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।

উদ্বোধনকালে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক রেইনবো পেইন্টসের প্রধান পরিচালনা কর্মকর্তা কামরুল হাসান, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, ডেপুটি ব্রান্ড ম্যানেজার নাজমুল আকন্দ ও ডেপুটি জেনারেল ম্যানেজার ( সেলস) সাজেজুল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপিতি হাসনাত মাহমুুদ তালহা ও প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ এলাকার সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রেইনবো পেইন্টসের প্রধান পরিচালনা কর্মকর্তা কামরুল হাসান বলেন, বাঙালী সংস্কৃতির ঐতিহ্য সৃষ্টির কাজে ‘রেইনবো’ জড়িত থাকতে পেরে গর্ববোধ করছে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে এত বড় আলপনা তৈরির কাজ আর হয়নি। আশা করছি সকলের সহযোগিতার এ আলপনা এঁকে গিনেস বুকে রেকর্ড গড়া সম্ভব হবে।

রেইনবো পেইন্টসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন জানান, দেশের যে কোনও বড় অর্জনের সঙ্গে যুক্ত হতে পারা গর্বের বিষয়। এ ছাড়া রেইনবো পেইন্টস সমাজ সেবামূলক নানা কাজের সঙ্গে জড়িত। আমরা জেনেছি এই সড়কে অনেক দুর্ঘটনার কথা। তাই এই আলপনার সঙ্গে আমরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক নানা প্রচারণার উদ্যোগ নিয়েছি।

এ সৃজনশীল কর্মকা-ের উদ্যোক্তা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী দীপান্বিতা দ্বীপ, অর্থীময়ী দে, ফারিয়া আফরিন, মৌসুমী আক্তার, আফসানা শারমীন, আদিয়া সুলতানা, নুসরাত জাহান রিয়া, ঐশী কর তৃনা, রায়হানা ইসলাম জানান, নান্দাইলের স্কুল ছাত্রীদের উদ্যোগে গিনেজ বুকে রেকর্ড গড়তে ৪ হাজার মিটার রাস্তায় আলপনা আকাঁর কাজ শেষ করে বলে মনের সাহস আর শক্তিকে পুঁজি করে আমরা গিনেজ বুকে রেকর্ডের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি।

শিক্ষার্থীদের এ কাজে উৎসাহ যোগাতে সড়কের পাশে শত শত নারী পুরুষ দাঁড়িয়ে উৎসাহ দিতে দেখা গেছে। এ আলপনা উৎসবকে কেন্দ্র করে দেশের খ্যাতনামা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, স্কুলের শিক্ষার্থীরাই উদ্যোগী হয়ে এ কাজটি করেছে। সকাল ৬টা ১ টা পর্যন্ত এ কাজে ২৫ জনের এক একটি দল ৪০টি গ্রুপে কাজ করেছে। তিনি রেইনবো পেইন্টস ও এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

(এপি/এসপি/এপ্রিল ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test