E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে আ. লীগ নেতার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ

২০১৮ এপ্রিল ১৩ ১৭:৪৪:৫২
বাগেরহাটে আ. লীগ নেতার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ ফকরুল আলমের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। 

বাগেরহাট জেলা পুলিশ সুপার ও চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন উপজেলার বড়বাড়িয়া গ্রামের গৃহবধূ রাশিদা বেগম।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

গৃহবধূ রাশিদা বেগম তার অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের মৃত শেখ আশ্বাব আলীর ছেলে শেখ ফকরুল আলম আগে বিএনপির একজন বড় নেতা ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সে আওয়ামী লীগে যোগ দিয়ে বড়বাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি হয়। এখন তিনি এই সভাপতির সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

চিতলমারী জেলার সীমান্তবর্তী উপজেলা হওয়ায় আওয়ামী লীগ নেতা শেখ ফকরুল আলম রাতদিন গাঁজা ও ইয়াবার চালান মধুমতি নদীর ওপার থেকে এলাকায় নিয়ে এসে মাদকের ব্যবসা করছেন। সে উঠতি যুবক সম্প্রদায়কে টাকার লোভ দেখিয়ে ওইসব মাদকদ্রব্য বিক্রি করাচ্ছে। তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। বড় একটি মাদকের চালান দেখে ফেলায় গৃহবধূ রাশিদা বেগম ও তার ভাইয়েরা ফকরুলের মাদকের একটি চালান দেখে ফেলায় ফকরুল ও তার লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে।

অভিযোগকারী গৃহবধূ রাশিদা বেগম গতকাল দুপুরে কান্না জড়িতকণ্ঠে সাংবাদিকদের জানান, মাদক সম্্রাট ফকরুল ও তার ৩ ভাই মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদক ব্যবসা করে তারা কোটিপতি হয়েছে। যে কারণে তারা মানুষকে অকারণে হুমকি-ধামকি দিয়ে ভীতসন্ত্রস্ত করে রাখছেন। ফকরুলের মাদকের একটি চালান দেখে ফেলায় ফকরুল ও তার লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করায় তাকে ও তার ভাইদের হত্যার হুমকি দিচ্ছে ফকরুল ও তার লোকজন।

চিতলমারীা বড়বাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি শেখ ফকরুল আলম মাদক বেচাকেনার অভিযোগ অস্বীকার করে জানান, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি নিজেই মাদকের বিরুদ্ধে কাজ করছেন বলেও দাবী করেন।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, গৃহবধূ রাশিদা বেগমের অভিযোগটির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।

(এসএকে/এসপি/এপ্রিল ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test