E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হবিগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

২০১৮ এপ্রিল ১৩ ১৮:১৫:৫৫
হবিগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অধিকাংশ পদে আওয়ামী লীগ জোট বিজয়ী হলেও সভাপতি পদে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী এবং সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছে বিএনপির অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১২টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট স্বদেশ রঞ্জণ বিশ্বাস।

হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ৫৪৯ জন ভোটারের মধ্যে ৪৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান (স্বতন্ত্র) ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (আ’লীগ) অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন পেয়েছেন ১৮১ ভোট।

অ্যাডভোকেট মোঃ জাবেদ আলী (জাতীয় পার্টি) ২৩২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট মোঃ ইলিয়াছ মিয়া (বিএনপি) পেয়েছেন ২১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম শফিক (বিএনপি) ২৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট মোঃ রুহুল হাসান শরীফ (আ’লীগ) পেয়েছেন ২৩৪ ভোট। যুগ্ম সম্পাদক (ফৌজদারী) পদে মোঃ আতাউর রহমান রবিন (আ’লীগ) ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট জুনায়েদ মিয়া (বাসদ) পেয়েছেন ২১৪ ভোট। (দেওয়ানী শাখা) যুগ্ম-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন (আ.লীগ) রাজীব কুমার দে ও লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট দিপক চক্রবর্তী ( আওয়ামীলীগ)। ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী (আ’লীগ) ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি জালাল আহমেদ (বিএনপি) পেয়েছেন ১৯৭ ভোট।

সিনিয়র সদস্যপদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মিহির কান্তি চক্রবর্তী (আ’লীগ) ২৮০ ভোট, শাহ মোঃ আব্দুল আউয়াল (আ’লীগ) ২৬১, মোঃ আসাদুজ্জামান চৌধুরী (আ’লীগ) ২৫৯, ফয়সল আহমেদ চৌধুরী (বিএনপি) ২৫৫ ভোট। জুনিয়র সদস্যপদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তাহনিম রুবানা চৌধুরী ২৪৪ ভোট (আ’লীগ), অ্যাডভোকেট মোঃ সেলিম আহমেদ (বিএনপি) ২৩০ ভোট, অ্যাডভোকেট মোঃ সাজিদুর রহমান (বিএনপি) ২১৬ ভোট।

(এমইউ/এসপি/এপ্রিল ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test