E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

হবিগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

২০১৮ এপ্রিল ১৪ ১৬:৫৯:০৭
হবিগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পইলে তপন কুমার দেব (৩৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানের মেঝেতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। তপন ওই এলকাার রবি দেবের ছেলে।

পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ বলেন, তপন ওই এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী এবং নিজেই দোকানে কাজ করতেন। শুক্রবার দিবাগত রাতে দোকানেই তিনি রাত্রী যাপন করেন। শনিবার সকালে দোকানে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রকিবুল হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না কি অন্যকিছু ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।

(এমইউএ/এসপি/এপ্রিল ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test