E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত

২০১৮ এপ্রিল ১৪ ১৭:২১:০৩
ধামরাইয়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত

ধামরই প্রতিনিধি : বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে গোটা ধামরাই । ভিন্ন শিক্ষা প্রতিষ্টান প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা ও এলাকার সামাজিক সাংস্কৃতিক সংগঠন নর্ব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পান্তা ইলিস সহ বিভিন্ন আয়েঅজন করেছে।

ঢাকার ধামরাইয়ে বাংলা নব বর্ষবরন উৎসব ও বৈশাখী মেলাব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হযেছে। সকালে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক মঙ্গল শোভা যাত্রা বের করে।পহেলা বৈশাখ সকাল নটায় ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় হার্ডিঞ্জ ক্যাম্পাসে এসে শেষ করে।

বেসরকারি উন্নয়ন সংগঠন “সজাগ” ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দূল মতিনের নের্তৃত্বে সহস্রাধিক নারী ও পুরুষ সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের করে কালামপুরে। পরে এক বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

উপজেলার কুশুরায় ব্যাপক আয়োজনে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ঠ জনদের নিয়ে পান্থা উৎসব আহমদ আল জামানের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পান্থা উৎসবে বক্তব্য রাখেন শিক্ষক সিরাজুল ইসলাম সহ অনেকে। এরপর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । পরে সকলে মিলে নববর্ষ উৎসবে ইলিত পান্থা পরিবেশন করা হয় উপস্থিত সকলের মাঝে। এই উৎসবে মুক্তিযোদ্ধা সহ এলাকার সব শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এরপর আজ ১৪ এপ্রিল সকাল সাড়ে নটায় বাংলা নববর্ষ বরণ করে এসো হে বৈশাখ সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ উৎসবের উদ্ভোধন করেন ঢাকা ২০ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মীনা মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা, ধামরাই টিটোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সঙ্গীত শিক্ষক এসকে জামান, ছাত্রলীগ নেতা জয়। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় অন্যান্য নের্তৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে বন্যাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু ও বিভিন্ন শিল্পীরা সঙ্গীত, নৃত্য পরিবেশন করে। নর্ববর্ষ উৎস পালন উপলক্ষে বিভিন্ন স্থানে বসা মেলায় বিভিন্ন ধরনের স্টল বসেছে।

(ডিসিপ/এসপি/এপ্রিল ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test