E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান কারাগারে!

২০১৮ এপ্রিল ১৫ ১৮:০৭:৪২
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান কারাগারে!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউপি চেয়ারম্যান মাইনউদ্দিন তালুকদার তারু ইন্দোনেশিয়ার নাগরিক নেনি নুরানী মিসরানের পক্ষে ওয়ারিশান সনদ দাখিল করায় টাঙ্গাইলের ঘাটাইল থানার আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আমিনুল ইসলাম চেয়ারম্যান ও তার সহযোগী মোসলেম উদ্দিনকে রবিবার জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দেওপাড়া ইউনিয়নের শোলাকীপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লুৎফর রহমান দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী জীবন-যাপন করতেন। প্রবাসী জীবনে কঠোর পরিশ্রম করে তিনি বিপুল অর্থ উপার্জন করেন। তিনি সৌদি থেকে অসুস্থ অবস্থায় বাংলাদেশে এসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। লুৎফরের মৃত্যুর পর তার উপার্জিত বিপুল অর্থের লোভ সামলাতে পারেনি তার পিতা মোসলেম উদ্দিন।

তিনি স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগসাজসে ইন্দোনেশিয়ার নাগরিক নেনি নুরানী মিসরানকে তার পুত্রবধু সাজিয়ে ইউনিয়ন পরিষদ থেকে একটি ভূয়া ওয়ারিশান সনদ গ্রহণ করেন। ঐ সময় লুৎফরের প্রকৃত স্ত্রী মোছাঃ সুলতানা বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যান মোঃ মাইন উদ্দিন তালুকদার তারু ও শ্বশুর মোসলেম উদ্দিনের বিরুদ্ধে আদালতে একটি মামলা (সি,আর মোকদ্দমা নং- ৩১৫/১৭) দায়ের করেন। আদালত কাগজপত্রাদি পর্যালোচনা করে আসামি ইউপি চেয়ারম্যান ও মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সমন জারী করলে তারা আদালতে আতœসমর্পন করে জামিনের আবেদন করে।

এ মামলায় বিবাদী পক্ষের আইনজীবী তুলসি দাস সরকার আসামিদের জামিনের প্রার্থনা করলে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহানশাহ্ সিদ্দিকী মিন্টু জামিনের তীব্র বিরোধীতা করেন। আদালত এ মামলায় আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

(আরকেপি/এসপি/এপ্রিল ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test