E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ফরমালিনযুক্ত খেজুর জব্দ

২০১৪ জুলাই ০৯ ১৯:২২:২০
বরিশালে ফরমালিনযুক্ত খেজুর জব্দ

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর পোর্ট রোর্ডে ফরমালিন যুক্ত খেজুর বিক্রির দায়ে  মেসার্স সাজোয়ান ফ্রুটসের সত্ত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টার এ অভিযান চালায় বরিশাল ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় জব্দ করা ৪০ কেজি ফরমালিন যুক্ত খেজুর কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া হয়।

বরিশাল ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল মজিদ জানান, মেসার্স সাজোয়ান ফ্রুটসে অভিযান চালিয়ে আটক করা খেজুর পরীক্ষা করে ১০৭পিপি এম মাত্রার ফরমালিন পাওয়া যায়।

এজন্য আড়ৎ মালিক সুলতান আহম্মেদকে ভোক্তা অধিকার আইনের ২০০৯এর ৪২ধারায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা খেজুর ফেলে দেওয়া হয়েছে কীর্তনখোলা নদীতে বলে জানান তিনি।

(বিএস/এস/জুলাই ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test