E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাদুল্যাপুরে ভুয়াা প্রশ্নফাঁসের সাথে জড়িত একজন গ্রেফতার

২০১৮ এপ্রিল ১৭ ১৫:২৬:৫১
সাদুল্যাপুরে ভুয়াা প্রশ্নফাঁসের সাথে জড়িত একজন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা।

সোমবার রাতে গাইবান্ধা র‌্যাব ১৩ এর ক্যাম্প থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, সাদুল্লাপুর উপজেলার বকসিগঞ্জ বাজার সংলগ্ন খোদাবক্স পশ্চিম পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে গোলাম আজম (১৮) ভূয়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলতি এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিতরণ করতো।

গোলাম আজম একাধিক গ্রুপ ও পেজের এডমিন হিসেবে দায়িত্ব পালন করতো এবং বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দুপুরে খোদাবক্স পশ্চিম পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করের্ র্যাব ১৩।

গ্রেফতারকৃত গোলাম আজমকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিকে অত্র থানায় হস্তান্তর করলে অভিযোগ মোতাবেক অভিযুক্ত আসামীর বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসআইআর/এসপি/এপ্রিল ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test