E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে কালবৈশাখীর তান্ডব, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

২০১৮ এপ্রিল ১৭ ১৮:৪৮:১৯
কালকিনিতে কালবৈশাখীর তান্ডব, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় কোটি টাকার সম্পদের ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছে। আজ মঙ্গলবার দুপর থেকে শুরু হওয়া ঘন্টা ব্যাপী এ ঝড়ের তান্ডব চলে।

সরেজমিন ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, উপজেলার নবগ্রাম, গোপালপুর, সিডিখান, শশিকর, মোল্লার হাট ও পৌরসভার বেশ কয়েকটি এলাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।

এতে করে মোল্লারহাট ফাযিল মাদ্রাসা, শশীকর কলেজ, শশীকর গ্রামের প্রবীর বিশ্বাসের বসতঘড়, পাগল মিস্ত্রির বসতঘড়, সিডিখান আ’লীগ অফিস ও জগদীস তালুকদারের বসতবাড়িসহ প্রায় শতাধিক কাঁচা ঘরবাড়ি ঝরে চুর্নবিচুর্র্ন হয়ে যায়। এবং বিদ্যুৎ লাইন বিছিন্ন হয়ে যায়। এদিকে উপজেলার প্রধানসড়কসহ বেশ কয়েকটি সড়কে শতবর্ষী গাছ উপরে পড়ে যোগাযোগ ব্যবস্থা দুই ঘন্টা ব্যাপী বন্ধ হয়ে যায়।
এ তান্ডবের পরে উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনসহ বেশ কয়েকজন আ’লীগ নেতা ক্ষতিগ্রস্তদের বাড়িঘড় পরিদর্শন করেন।

ভুক্তভোগী সান্টু, প্রবীর বিশ্বাস ও চানমিয়াসহ বেশ কয়েকজন বলেন, কালবৈশাখী ঝড়ে আমাদের বাড়িঘড় ভেঙ্গে চুরে গেছে। বাড়ির সমস্ত গাছপালা মাটিতে লুটে পরেছে। আমরা এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে আছি।

উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্ত প্রমথ রঞ্জন ঘটক বলেন, ক্ষতিগ্রস্তদের সহযোগীতা করা হবে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন বলেন, এই মুহুর্তে আমরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে নেমেছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমরা থাকব।

(এমআরএস/এসপি/এপ্রিল ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test