E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮  বছরেও বিচার হয়নি এসআই গৌতম হত্যাকান্ডের

২০১৮ এপ্রিল ১৮ ১৭:৩০:৩৪
৮  বছরেও বিচার হয়নি এসআই গৌতম হত্যাকান্ডের

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : অদিতি রায় ঝিলিক আজও তার বাবাকে খোঁজে ফিরে। কখন তার বাবা বাসায় আসবে, কখন তাকে আদর করে মা বলে কাছে ডেকে নেবে। গত আট বছর ধরে সে তার বাবার স্মৃতিকে খোঁজে বেড়াচ্ছে। কথাগুলি বলতে বলতে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছিল সে। এস আই গৌতম রায়ের একমাত্র কন্যা অদিতি রায় ঝিলিক এখন দশম শ্রেনীর ছাত্রী। তার বাবাকে যখন হত্যা করা হয় তখন তার বয়স ছিল মাত্র সাত বছর। শিশু থেকে সে কৈশরে চলে এলেও তাঁর পিতৃহত্যার বিচার আজও হয়নি। অপরদিকে দশম শ্রেণী পড়–য়া গৌতম রায়ের একমাত্র পুত্র গৌরব রায় ঝলক এ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হয়েছেন। তার শিক্ষা জীবন শেষ হয়ে গেলেও পিতার হত্যাকান্ডের বিচার আজও হয়নি। আজ তাদের পিতার ৮ম মৃত্যুবার্ষিকী।

বংশাল থানার চৌকস অপারেশন অফিসার এস আই গৌতম রায়ের হত্যাকান্ডের আট বছর পূর্ন হল আজ। ২০১০ সালের ১৯ এপ্রিল অফিসের কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে সুত্রাপুর থানার লাল মোহন সাহা স্ট্রিট এলাকায় একটি সন্ত্রাসী চক্র অত্যান্ত সুপরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এই হত্যাকান্ডের আট বছর পার হলেও বিচারের কোন খবর জানা নেই নিহতের পরিবারের কাছে। আদৌ সঠিক বিচার পাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার পরিবার। বিচারের আশায় থাকতে থাকতে এস আই গৌতম রায়ের বাবা ইন্দু ভূষন রায় ও মা বকুল রানী ইহলোক ত্যাগ করেছেন।

নিহতের ছোট ভাই সাংবাদিক তিলক রায় এ ব্যাপারে বলেন, যে পিস্তল দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে সেই পিস্তলটি পুলিশ উদ্ধার করতে পারেনি। যতটুকু শুনেছি এ মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। তবে তাদের সবাই জামিনে আছে। পরে পুলিশ কয়েক জনের নামে অভিযোগ পত্র দিয়েছে এ পর্যন্তই জানি।

গৌতম রায়ের হত্যাকান্ডটি সুপরিকল্পিত দাবি করে তার পরিবার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে কে বা কারা কি কারনে এ হত্যাকান্ড ঘটিয়েছে তার রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িতদের দৃষ্ঠান্ত মূলক শাস্তি দাবী জানিয়ে আসছে।

এ ব্যাপারে মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টিও কামনা করছেন তার পরিবার।

এদিকে এস আই গৌতম রায়ের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজ বাড়ী ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাসায় গীতাপাঠ, আচার অনুষ্ঠান ও প্রসাদ বিতরনের আয়োজন করা হয়েছে।

(এসআইএম/এসপি/এপ্রিল ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test