E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রাম পাহাড়ে অস্ত্র-শুলি উদ্ধার

২০১৮ এপ্রিল ১৯ ১৬:৪২:৩৭
চট্টগ্রাম পাহাড়ে অস্ত্র-শুলি উদ্ধার

জে জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামে পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সংঘাতসহ অপহরণ-চাঁদাবাজি, গুম-খুন ও সশস্ত্র তৎপরতা বৃদ্ধিতে অত্যাধুনিক ভারী মারনাস্ত্র সংগ্রহে নেমেছে পাহাড়ের সন্ত্রাসীরা। আঞ্চলিকদলের ছত্রছায়ায় এই সকল সন্ত্রাসী নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠে বর্তমান সময়ে প্রতিদিনই সশস্ত্র সংঘাতে লিপ্ত হচ্ছে।

পাহাড়ে বিরাজমান এই সকল সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহারের উদ্দেশ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর কাছ থেকে অস্ত্র ক্রয় করে পার্বত্যাঞ্চলের গহীন অরণ্যে অবস্থানরত এই সকল সন্ত্রাসীদের কাছে পৌছে দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলো।

বিগত কয়েকমাস ধরেই এই চক্রটি পাহাড়ে সশস্ত্র তৎপরতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অত্রাঞ্চলে বিদেশী ভারী ভারী অস্ত্র-শস্ত্র মজুদ করছে এই ধরনের সুনির্দিষ্ট্য তথ্য নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট্য দায়িত্বশীল সূত্রগুলো জানতে পারে।

এই ধরনের তথ্য পাওয়ার পরপরই রাঙামাটি সদরের কাপ্তাই হ্রদের ওপারে বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় অভিযান পরিচালনা করে রাঙামাটি সেনা রিজিয়নের একটি দল।

এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা কাপ্তাই হ্রদের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের আস্তানা থেকে অত্যাধুনিক পাঁচটি ভারী অস্ত্র ও ১৬ রাউন্ড তাজাগুলি উদ্ধার করে সেনাবাহিনীর টিম।

সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২টি ৭.৬২ মিঃমিঃ এসএমজি, ১টি এ্যাসল্ট রাইফেল, ২টি পিস্তল, ১৬ রাউন্ড এ্যামোনিশন, ২টি এসএমজির ম্যাগাজিন, ১টি এ্যাসল্ট রাইফেলের ম্যাগাজিন, ২টি পিস্তলের ম্যাগাজিন ও ১ টি সিলিং উদ্ধার করা হয়।

রাঙামাটির কোতয়ালী থানার অফিসার সত্যজিৎ বড়ুয়া অস্ত্র উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে, আমরা এগুলোর ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করবো।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন,অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী এই সকল আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।

সন্ত্রাসীদের ব্যাপারে এক চুলও ছাড় দেওয়া হবেনা উল্লেখ করে তিনি বলেন, আমরা বিভিন্ন বাহিনীর সাথে যোগাযোগ করে রেইট দেওয়ার ব্যাপারেও চিন্তা করছি।

(ওএস/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test