E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে সরকারি রাস্তার ২২ গাছ কর্তন

২০১৮ এপ্রিল ১৯ ১৬:৪৮:৪০
তাড়াশে সরকারি রাস্তার ২২ গাছ কর্তন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ঘর মেরামত ও আসবাবপত্র কেনার অজুহাতে ২২ টি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটি ও মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাড়াশ ইউএনও এসএম ফেরদৌস ইসলাম বুধবার সন্ধায় কাটা গাছ জব্দ করেছেন।

জানা গেছে, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও সুপার যোগসাজোস করে মাদ্রাসা সংলগ্ন সরকারি রাস্তারার ২২ টি বড় আকারের ইউক্যালিপটাস গাছ বিক্রি করে দেন। যার বাজার মূল্য আনুমানিক ২ লক্ষাধিক টাকা। এসব গাছ কাটার সময় এলাকাবাসী তাড়াশ ইউএনও’র কাছে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ইউএনও এসএম ফেরদৌস ইসলাম তালম ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজাউর রহমান ও উপজেলা বন কর্মকর্তা মোসলেম উদ্দিনকে পাঠিয়ে কাটা গাছ জব্দ করেন।

মাদ্রাসার সুপার মো. জলিলুর রহমান সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, রাস্তাটি সরকারি হলেও মাদ্রাসার জায়গার উপর দিয়ে গেছে। গাছগুলো তাদের লাগানো।

এ প্রসঙ্গে ইউএনও এসএম ফেরদৌস ইসলাম জানান, ২২টি গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমএসএম/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test