E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ইয়াবাসহ ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি আটক

২০১৮ এপ্রিল ১৯ ১৮:২৩:০০
সাতক্ষীরায় ইয়াবাসহ ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতিকে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তার মোড় এলাকার ইউনিয়ন যুবলীগের অফিস থেকে ডিবি পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, তালা উপজেলার চৌগাছা গ্রামের শেখ শফিউল্লাহ’র ছেলে সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ সাহিদুজ্জামান হিরু (৩৮) ও লালচন্দ্রপুর গ্রামের জামালউদ্দিনের ছেলে একই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান মিন্টু (৩৫)।

এদিকে পাটকেলঘাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নিজামউদ্দিন ভুঁইয়া ও চা বিক্রেতা রবিউল ইসলাম জানান, পুলিশ যুবলীগের অফিস থেকে আসাদুজ্জামান মিন্টু ও কাশীপুরের যুবলীগ কর্মী মাজাহারুল ইসলামকে আটক করে। সেখানে সাহিদুজ্জামান হীরুও উপস্থিত ছিল না।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রিয়াজুল ইসলাম, সহকারি উপপরিদর্শক রাজু ও সহকারি উপপরিদর্শক জিয়াসহ পুলিশের একটি দল পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তা মোড়ের সামনে পুবালী ব্যাংকের সামনে সরুলিয়া ইউনিয়ন যুবলীগের অফিসে বৃহষ্পতিবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালায়।

এ সময় সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ সাহিদুজ্জামান হিরু ও একই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান মিন্টুকে চ্যালেঞ্জ করে তাদের দেহ তল্লাশি করে যথাক্রমে ২৬ পিস ও ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তারা দীর্ঘদিন জুয়া খেলা ও ইয়াবা ব্যাবসার সাথে জড়িত বলে তাদের কাছে অভিযোগ ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রিয়াজুল ইসলাম বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় সন্ধ্যায় পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করবে। তবে যুবলীগ কর্মী মাজাহারুল ইসলামকে আটকের বিষয়টি অস্বীকার করেন তিনি।

(আরকে/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test