E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভুল অপারেশনে নারীর মৃত্যু, স্বজনদের তোপের মুখে চিকিৎসক

২০১৮ এপ্রিল ২০ ১৭:০৩:০০
ভুল অপারেশনে নারীর মৃত্যু, স্বজনদের তোপের মুখে চিকিৎসক

রানীশংকৈল প্রতিনিধি : ভুল অপারেশনের কারনে এক নারীর মৃত্যুর অভিযোগ তুলে ঠাকুরগায়ের রানীশংকৈলে এক চিকিৎসক স্বজনদের তোপের মুখে পড়ে। ঘটনাটি ঘটে বন্দর শান্তা কমিউনিটি সেন্টারের সামনে। এ সময় থানা পুলিশ খবর পেয়ে চিকিৎসক আবুল কাশেমকে থানায় নিয়ে আসে। ডাঃ আবুল কাশেম জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার।

সম্প্রতি উপজেলার সিটি ক্লিনিকে হরিপুর উপজেলার বহতি গ্রামের জমির উদ্দীনের স্ত্রী দুলালী বেগমের সিজার অপারেশন করেন ডাঃ আবুল কাশেম। সিজার করার পর থেকেই গুরতর অসুস্থ বোধ করেন দুলালী। এমন সমস্যা থাকা অবস্থায় সিজারের পাচদিন পরে ক্লিনিক কৃর্তপক্ষ রোগীটেকে ছাড়পত্র দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন।

দুলালীর ভাই মাজহারুল জানান,এরপর থেকেই পাতলা পায়খানা ও পেট ব্যাথা শুরু হয়। এমন অবস্থায় কিøনিক কৃর্তপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা হাসপাতালে ভর্তি করতে বলে। পরে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করালে এখানকার চিকিৎসক দিনাজপুর মেডিক্যাল কলেজে স্থানতর করে। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু বরন করেন।

মৃত নারীর ভাই মাজহারুল আরো বলেন, সেখানকার চিকিৎসক আমাদের জানিয়েছে অপারেশনের সময় অপারেশনের ক্ষত অবস্থা ঠিকমত ওয়াশ না করাই ইনফেকশন হওয়ায় রোগীটির এ অবস্থা তাই আমরা বাধ্য হয়ে তাকে আটক করেছি। পরে থানা পুলিশের হস্তক্ষেপে আগামী সোমবার সমাধানের লক্ষে বসা হবে বলে জানান মৃত নারীর এ ভাই। পরে থানা পুলিশের প্রটেকশনে থানা চত্তর থেকে ডাঃ আবুল কাশেমকে তার বহনকৃত প্রাইভেটকার সহ বের হতে দেখা যায়।

তবে এ ব্যপারে রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, এটা থানা পুলিশের কোন বক্তব্য নাই।

(কেএএস/এসপি/এপ্রিল ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test