E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে প্রশ্ন ফাঁসকারী চক্রের ১৫ সদস্য আটক 

২০১৮ এপ্রিল ২০ ১৭:০৫:১৩
মাদারীপুরে প্রশ্ন ফাঁসকারী চক্রের ১৫ সদস্য আটক 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১৫ জনকে শুক্রবার আটক করেছে ডিবি পুলিশ। 

এ সময় ল্যাপটপ, প্রিন্টার, ডিভাইজসহ প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পাঠককান্দি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো পলাশ মন্ডল (৩৫), মনতোষ সরকার (৩২), আকরাম হোসেন (২৪), অপূর্ব হাওলাদার (৩৫), বিনয় ভক্ত (২৭), অনাদী বিশ্বাস (২৭), শশাঙ্ক বৈদ্য (৩২), তানভীর আহম্মেদ (৩১), মৃদুল হালাদার (৩০), আশিষ বালা (২৯), মৃত্যুঞ্জয় বালা (২৫), অলোক বালা (২০), সন্তোষ হালদার (৪০), সুরঞ্জন পান্ডে (৪২), মকসেদুল আলম (৩৫)।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, মাদারীপুরে স্কুল, ও কলেজসহ ১৬টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টায় শুরু হয় ২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসকারী একটি চক্র টাকার বিনিময়ে উত্তরপত্র সরবরাহ করছে।

এই সংবাদ আসে ডিবি পুলিশের কাছে। ঐ সংবাদের ভিত্তিতে শহরের পাঠককান্দি এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে প্রথমে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মতে পাশের আরেকটি বাসায় অভিযান চালিয়ে আরো ৪ জনেক আটক করে জেলার গোয়েন্দা পুলিশের কার্যালয়ের নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে ল্যাপটপ, প্রিন্টার, ইলেকট্টিক ডিভাইজসহ প্রশ্নপত্র জব্দ করা হয়েছে।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সাথে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব। এছাড়া চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আটকদের মধ্যে অনেকেই সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকুরীরত বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

(এএসএ/এসপি/এপ্রিল ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test