E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশের ওপর হামলার ঘটনায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা

২০১৮ এপ্রিল ২০ ১৮:৫৭:৪০
পুলিশের ওপর হামলার ঘটনায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে বাসদ বরিশাল জেলার আহবায়ক এবং সদস্য সচিবসহ ছয়জনের নাম উল্লেখ করে আরও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মোট ৬৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কোতোয়ালী মডেল থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন (মামলা নম্বর ৪৮/১৮)। নামধারী আসামিরা হলেন বৃহস্পতিবার দুপুরে আটককৃত বাসদ’র জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন, সদস্য সচিব ও বিসিসি’র মেয়র প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার অর্থ সম্পাদক নাসরিন আক্তার টুম্পা, জেলা শ্রমিক ফ্রন্টের অর্থ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সদস্য জাকির হোসেন ও নুর ইসলাম। অপরদিকে আটককৃত ছয়জনকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, আটক ছয়জনকে মামলায় নামধারী ও অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় জননিরাপত্তা বিঘ্ন করা, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ আনা হয়েছে।
সূত্রমতে, ব্যাটারি চালিত রিকসার উচ্ছেদ বন্ধ করা ও লাইসেন্স প্রদানের দাবীতে বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনের আয়োজন করে ব্যাটারি রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি। ওই কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে তারা নগরীতে ভূখা মিছিল বের করে নগর ভবনে মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন থেকে ফেরার পথে জেলা ও দায়রা জজ আদালতের সামনে ফজলুল হক এভিনিউ সড়কে বিক্ষুব্ধরা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে।

এসময় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী) শাহনাজ পারভীন, কোতোয়ালী থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন, সেকেন্ড অফিসার সত্য রঞ্জন খাসকেল, এসআই নজরুল ইসলাম, কনস্টেবল শারমিন আক্তার, ইতি, সাদিয়া ও সুরমাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

অপরদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ২০জন শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে বিশেষ মহলের ইঙ্গিতে উল্টো ছয়জনকে আটক করেছে।

(টিবি/এসপি/এপ্রিল ২০, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test