E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাঁরা ছিলেন সাম্প্রদায়িক বিরোধী মূলধারার লেখক : যতীন সরকার

২০১৮ এপ্রিল ২০ ২৩:২৭:০৯
তাঁরা ছিলেন সাম্প্রদায়িক বিরোধী মূলধারার লেখক : যতীন সরকার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বুদ্ধিজীবী, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক যতীন সরকার বলেছেন, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্র কুমার দে মরমি বাউল সাধক জালাল উদ্দিন খাঁ, পল্লী কবি রওশন ইয়াজদানী, মরমি গায়ক আব্দুল মজিদ তালুকদার, বাউল দ্বীন শরৎ ও সিরাজউদ্দিন কাসিমপুরী তাঁরা শুধু কেন্দুয়ার নন সমগ্র বাংলাদেশের অমূল্য সম্পদ। তাঁদের লেখনি ছিল সাম্পদায়িকতা বিরোধী এবং তাঁরাই ছিলেন সত্যিকারের মূল ধারার লেখক। আমাদের সকলের তাঁদেরকে অনুস্মরণ করতে হবে তাঁদের লেখা বই সংগ্রহ করে বেশি বেশি করে পড়তে হবে। নতুন প্রজন্মের কাছে তাঁদেরকে তুলে ধরতে প্রত্যেকের নিজ জন্মস্থানে ভাষ্কর্য তৈরি করার দাবি তুলে ধরেন অধ্যাপক যতীন সরকার।

তিনি আরও বলেন, আমার সত্যিকার গুরু জালাল উদ্দিন খাঁ, আমি জালাল খাঁর পুত্র প্রতিম। কবি রওশন ইয়াজদানীর কথা উল্লেখ করে তিনি বলেন, সত্যিকার অর্থে তুলনা করলে কবি রওশন ইয়াজদানীই পল্লীর ভাষায় লিখেছেন, তাই তিনিই পল্লী কবি। তাছাড়া আব্দুল মজিদ তালুকদার প্রকৃতির সঙ্গে দেশের সঙ্গে মিল রেখে গান লিখেছেন এবং গেয়েছেন।

শুক্রবার রাত ৯ টায় কেন্দুয়ার রামপুর বাজারে আনোয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জালাল উদ্দিন খাঁ, আব্দুল মজিদ তালুকদার ও কবি রওশন ইয়াজদানীর স্মরণ সভা ও বৈশাখী লোকজ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যতীন সরকার।

কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গীতিকার ও নাট্যকার মো: নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, প্রখ্যাত চলচিত্র প্রযোজক ঢাকা বারের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট সাইদুর রহমান মানিক।

তিনি বলেন, লোকজ সাহিত্য সংস্কৃতির ভান্ডার কেন্দুয়া, এই কেন্দুয়া জাগলে সারা বাংলাদেশ জাগবে। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো: মতিউর রহমান।

তিনি বলেন, কবি সাহিত্যিকরা মানুষকে সত্যিকারের ভালোবাসতে শেখায়। তাঁরা অসাম্প্রদায়িক ও বিজ্ঞান মনষ্ক মানুষ। কবি মামুন সিরাজির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গবেষক আহম্মদ ফখর উদ্দিন, নাট্যকার শফিকুল ইসলাম খান, প্রাবন্ধিক অধ্যাপক ননী গোপাল সরকার, বাউল কবি সঙ্ঘের সভাপতি মফিজুর রহমান, গবেষক অধ্যাপক গোলাম মোস্তফা। এছাড়া তিন কবি স্মরণে প্রবন্ধ পাঠ করেন কবি সাজ্জাদ খান। সভার ফাঁকে ফাঁকে তিন কবি রচিত গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তুলেন বাউল শিল্পীরা।

(এসবি/এসপি/এপ্রিল ২০, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test