E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

২০১৮ এপ্রিল ২২ ১৫:৫৬:২৯
গোবিন্দগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ রবিবার ভোরে রংপুর –বগুড়া মহাসড়কের বকচর আলু স্টোরের সামনে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও ১ শিশুসহ ৪ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে ৫ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জের বকচর আলু স্টোরের সামনে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৭৪৬) ভি এস ট্রাভেলস এর সামনের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী বালু বোঝাই ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৫-০০২৫) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ সংঘর্ষে বাস ও ট্রাকের দুই চালক, ১ শিশুসহ বাসের দুই যাত্রী নিহত এবং প্রায় ২০ যাত্রী আহত হয়। তাৎক্ষনিক গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহততের উদ্ধার করে । আহতদের গোবিন্দগঞ্জ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম জানান আহদের মধ্যে ৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সাভিসের উপ পরিচালক আমিনুল ইসলাম জানান পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে।

বগুড়া হাইওয়ে পুলিশের সিনিয়র এএসপি মোজাম্মেল হক জানান বাস চালকের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

(এসআরডি/এসপি/এপ্রিল ২২, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test