E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে ঘর থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

২০১৮ এপ্রিল ২৩ ১৯:০০:৩৫
চট্টগ্রামে ঘর থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

জে জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। 

আজ সোমবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের কাজী দিদারের বাড়িতে ব্যবসায়ী জসিম উদ্দিন এর ঘর থেকে এ অজগর সাপটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষ্যদর্শী ‘আমাদের ভাটিয়ারী' পেইজের এডমিন মামুনুর রশিদ (মামুন) জানান , দুপুরে জসিম এর ঘরের সিলিং এর সাথে পেঁচানো অবস্থায় অজগর সাপটিকে দেখে ছোট বাচ্চারা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে।

এসময় তাদের চিৎকারে আশপাশের বেশ কিছু যুবক একত্রিত হয়ে দীর্ঘ চেষ্টার পর অজগর সাপটিকে উদ্ধার করে।

তিনি আরো জানান, নির্বিচারে বনাঞ্চল ধ্বংস, পাহাড়ে খাদ্যের অভাব ও বিচরণ ক্ষেত্র নষ্ট হয়ে যাওয়াতে প্রায়শই এখন লোকালয়ে অজগর চলে আসে। যা স্থানীয়দের মাঝে আতঙ্কের কারন হয়ে দাঁড়িয়েছে।

উদ্ধারকৃত আজগর সাপটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

(জেজে/এসপি/এপ্রিল ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test