E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বীরগঞ্জে জুয়ার মেলা বন্ধের দাবিতে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ

২০১৮ এপ্রিল ২৪ ১৫:২৫:৪৩
বীরগঞ্জে জুয়ার মেলা বন্ধের দাবিতে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে জুয়ার মেলা বন্ধের দাবিতে সোমবার রাতে দিনাজপুর-ঠাকুরগাও মহা-সড়ক দু’ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা ও আওমালীলীগ নেতারা। 

এ সময় জুয়ার মেলা বন্ধের দাবিতে বিক্ষুদ্ধ জনতার প্রতি সমর্থন করে আন্দোলনে অংশ নেয় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতারা। তারা ১২ ঘন্টার আল্টিমেটাম দেয় স্থানীয় প্রশাসনতে। জুয়ার মেলা বন্ধ না হলে ২৪ এপ্রিল থেকে লাগাতর অবরোধ কর্মসুচী পালনের ঘোষনা দিয়েছে সর্ব দলীয় ঐক্য পরিষদ।

সর্ব দলীয় ঐক্য পরিষদের আহবায়ক উপজেললা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সোমবার সন্ধ্যায় প্রেম বাজারে জুয়ার মেলা বন্ধে কার্যকরী পালন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক আলোচনার পর সর্ব সম্মতিক্রমে ২ ঘন্টা ব্যাপী ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে প্রতিকী আন্দোলন পালন এবং পরবর্তী কর্মসুচী ঘোষনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সর্ব দলীয় ঐক্য পরিষদের আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে সোমবার রাত সারে ৮টা থেকে সারে ১০টা পর্যন্ত বীরগঞ্জ পৌরশহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্থম্ভ সংলগ্ন থানার সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করা হয়।

এতে বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সাধারন সম্পাদক বর্তমান কেন্দ্রিয় ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামী লীগর সাবেক সাধারন সম্পাদক মোঃ শিবলী সাদিক, মুক্তিযোদ্ধা কমান্ডার সহকারী অধ্যাপক কালিপদ রায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও বীরগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুসামা মিয়া ঠান্ডু, বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, সাংগঠনিক সম্পাদক মনোয়ার আহাম্মেদ সিদ্দিকী, বীরগঞ্জ প্রেসক্লবের ও জাতীয় পাটির সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ, ছাত্রলীগর সভাপতি মোঃ রোকনুজ্জামান বিপ্লব ও অন্যরা বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, কৃষক-শ্রমিক, মেহনতি জনতা, কামার, কুমার, জেলে-তাঁতী, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, বীরমুক্তিযোদ্ধা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন সমুহসহ সকল পেশাজীবি সংগঠনের নেতাকর্মীদের সহ সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিনের নেতৃত্বে একদল পুলিশ ঐক্যবদ্ধ জনতার অবরোধ তুলে দেয়ার সর্ব প্রকার চেষ্টা করে ব্যার্থ হয় এক পর্যায় লাঠি চার্জ নিদের্শ দেন কিন্তু তার কমান্ড সংশ্লিষ্টরা অমান্য করে নিরব দর্শকের ভুমিকা পালন করে। এরপর বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালা উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনী ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে নেয়ার আহবান জানান।

অতঃপর সর্ব দলীয় ঐক্য পরিষদের আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা কয়েকটি জেলার শতশত ঢাকা গামী কোচ, বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেট কার, অটোবাইক, পাগলু, ভটভটি, নছিমন, করিমন, মটর সাইকেলসহ বিভিন্ন জান-বাহনের হাজার হাজার মানুষের ভোগান্তি লাঘবের বিষয়টি বিবেচনা করে ২৩ এপ্রিল দিবাগত রাতের মধ্যে জুয়ার মেলা বন্ধ করা না হলে ২৪ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে লাগাতার অবরোধ কর্মসুচী পালনের ঘোষনা দিয়ে প্রতিকী অবরোধ র্কমসুচী সাময়িক প্রত্যাহার করেন ।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল সন্ধ্যায় ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় দেহব্যবসা-মাদক ও জুয়ার মেলা বন্ধ করার দাবি জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি’র কাছে জুয়ার মেলা বন্ধের জন্য পৃথক পৃথক ভাবে দাবি জানান অন্যথায় জনগনকে সাথে নিয়ে দুর্বার গনআন্দোলন গড়ে তোলবার ঘোষনা দেন।

সর্ব দলীয় ঐক্য পরিষদের আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা সাংবাদিকদের জানান, ২৩ এপ্রিল রাতের মধ্যে প্রশাসন জুয়ার মেলা বন্ধ করতে ব্যার্থ হলে ২৪ এপ্রিল জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন সমুহ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, কৃষক-শ্রমিক, মেহনতি জনতা, কামার, কুমার, জেলে-তাঁতী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবক, শিক্ষক-শিক্ষয়ত্রীসহ সকল শ্রেণী পেশার মানুষকে সোনার ছেলেদের রক্ষার সার্থে দেহব্যবসা-মাদক ও জুয়ার মেলা বন্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান।

(এসএএস/এসপি/এপ্রিল ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test