Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

 

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৩ কোটি টাকার প্রকল্প বরাদ্দ

২০১৮ এপ্রিল ২৪ ২২:৫৬:১১
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৩ কোটি টাকার প্রকল্প বরাদ্দ

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে ইলিশ আরো বেশি উৎপাদনের লক্ষ্যে ৫ বছর মেয়াদী ৩৩ কোটি টাকার একটি প্রকল্প বরাদ্দ হয়েছে। দেশের মৎস্য অধিদপ্তর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ বিভিন্ন স্থানে ইলিশ উৎপাদন বর্তমানে যা হচ্ছে, তার চাইতে আরো বেশি উৎপাদন করতে গত কয়েক দিন পূর্বে একটি প্রকল্পের জন্য মৎস্য বিভাগ থেকে ৩৩ কোটি টাকার বরাদ্দ দিয়েছে বলে গতকাল মঙ্গলবার চাঁদপুর মৎস্য ইনস্টিটিউট সূত্র থেকে জানা গেছে।

রূপালী ইলিশ কেবলমাত্র চাঁদপুরবাসীর সম্পদ নয় এটি সমগ্র দেশবাসীর সম্পদ। এ ইলিশ দেশের জন্য জাতীয় ও প্রাকৃতিক সম্পদ হিসেবে গণ্য হচ্ছে দেশের সকল স্থানে। পৃথিবীর অনেক দেশেই ইলিশ পাওয়া যায়। তার মধ্যে যেসব দেশে ইলিশ উৎপন্ন হয় তার মধ্যে বাংলাদেশে ৭০%, ভারতে ১০%, বার্মায় ১০% এবং অন্যান্য দেশে ১০% ইলিশ উৎপাদন হয় বলে বিভিন্ন দেশের পরিসংখ্যান থেকে জানা গেছে।

এর মধ্যে শুধুমাত্র চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ উৎপাদন হয়ে থাকে কমপক্ষে ৬০ ভাগ। চাঁদপুর অঞ্চলে মৎস্য বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে এ অঞ্চলের মধ্যে চাঁদপুরের নৌ-সীমানার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিঃমিঃ ও পদ্মা নদীর অংশে ২০ কিঃ মিঃ নদীতে ৬০% ভাগ ইলিশের উৎপাদন হওয়ার অস্তিতের সন্ধান খুজে পেয়েছেন বলে জানান। এরই মধ্যে বাংলাদেশের পণ্য হিসেবে ভৌগোলিক নির্দশন তথা আন্তর্জাতিক জিআই (Geographical indication) স্বীকৃতি পেয়েছে এ রুপালী ইলিশ মাছ।

চাঁদপুরে ইলিশ উৎপাদন বাড়াতে ৩৩ কোটি টাকার ৫ বছর মেয়াদী একটি প্রকল্প বরাদ্দ দিয়েছে সরকারের মৎস্য অধিদপ্তর। চাঁদপুর নদী গবেষণা কেন্দ্রে এ প্রকল্প নিয়ে পরিচালকের কার্যালয়ও খোলা হয়েছে। ফলে মৎস্য বিভাগ চাঁদপুরকে ইলিশের অভয়াশ্রম ও মা ইলিশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপসহ অনেকগুলো কাজ হাতে নিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

২০০৩ সাল থেকে ইলিশের অভয়াশ্রম ও মা ইলিশ রক্ষার পদক্ষেপগুলো ক্রমেই জোরদার করা হচ্ছে। তাই ইলিশের উৎপাদন বেড়েছে পূর্বের চাইতে অনেক গুণ। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানে প্রকল্পও হাতে নেয়া হয়েছে। দেশের মৎস্য বিভাগ এরই মধ্যে ৫টি নদী ও উপকূলীয় অঞ্চলকে অভয়াশ্রম বা ইলিশের বিচরণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন। সেগুলো হলো চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর অববাহিকায় ১শ’ কি.মি, ভোলার মদনপুর থেকে চরপিয়াল পর্যন্ত শাহবাজপুর শাখা নদীর ৯০ কি.মি.,ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তম পর্যন্ত তেঁতুলীয়া নদীর প্রায় ১শ’ কি.মি. এবং শরীয়তপুরের নড়িয়া ভেদরগঞ্জ উপজেলার অংশে পদ্মায় ২০ কিঃমিঃ। বরিশালের হিজলা থেকে ২২ কিঃমিঃ নতুন একটি এলাকাকে মৎস্য বিভাগ অভয়াশ্রম ঘোষণা করতে যাচ্ছে।এরই পাশাপাশি চট্টগ্রামের মিরসরাই এলাকা, ভোলার তমুদ্দিন, পটুয়াখালীর কলাপাড়া, কক্সবাজার এলাকার কুতুবদিয়া এলাকাও ইলিশের প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রজনন মৌসুমে এসব অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নে একটি প্রকল্প হাতে নিয়েছে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও বাস্তবায়ন’ শিরোনামে একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বলে জানানো হয়েছে সংশ্লিস্ট দপ্তর থেকে।

প্রকল্পটি নিয়ে এরই মধ্যে কয়েক দফা আন্তঃমন্ত্রণালয় সভাও হয়েছে। শিগগিরই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির সভায় উঠতে পারে। জাতীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপাতত ইলিশের উৎপদন বৃদ্বির জন্যে ২শ’ ১৫ কোটি টাকা ব্যয় করা হবে। এ প্রকল্প দেশের ২৯ জেলার ১শ’ ৩৪ উপজেলায় বাস্তবায়নের কথা রয়েছে। এসব উপজেলাগুলো কোনো না কোনোভাবে ইলিশ উৎপাদন, বিপণন, প্রক্রিয়া ও বাজারজাতকরণে নিয়োজিত রয়েছে। এসব জেলার শতকার ২ ভাগ লোক এসব কাজে জড়িত।

জেলেদের বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে পারলে এবং ‘মৎস্য সংরক্ষণ আইন’ কঠোরভাবে বাস্তবায়ন সম্ভব হলে ইলিশের উৎপাদন অনেক গুণ বাড়বে। রাষ্ট্রের জাতীয় সম্পদ রক্ষায় এসব কাজেই এ অর্থ ব্যয়ের নির্দেশনা রয়েছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ওই সব অভয়াশ্রম থেকে একশ্রেণির জেলেরা জাটকা ইলিশ নিধন করছে।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চাঁদপুর মৎস্য অধিদপ্তর ও নদী গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, ‘বিদ্যমান ৫টি ইলিশের অভয়াশ্রম ব্যবস্থাপনা গতিশীল করতে বেশ কিছু কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে, জেলেদের মধ্যে ‘আদর্শ মৎস্যজীবী গ্রাম প্রতিষ্ঠা, জাটকা আহরণ কারী ৪০ হাজার জেলে পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত ও অভিযান জোরদার ইত্যাদি।

মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তারা বলেছেন, দেশে প্রতি বছর যে পরিমাণ মাছ উৎপাদন হয় তার ১১ শতাংশ আসে ইলিশ থেকে । দেশজ উৎপাদন বা জিডিপিতে ইলিশের উৎপাদন ১ শতাংশ । গত বছরে পৌনে ৫ লাখ মেঃটন ইলিশ উৎপাদন হয়েছে।

চাঁদপুরে ‘ইলিশ উৎপাদন জোরদারকরণ’ প্রকল্পের পরিচালক এমএ বাশার জানান, ৩৩ কোটি টাকা প্রকল্পের অধীনে চাঁদপুরে জেলেদের প্রশিক্ষণ ও তাদেরকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অভয়াশ্রমগুলো সার্বিক পরিস্থিতি নির্ণয়, ইলিশ গবেষণা জোরদার ও ছোট ছোট ইলিশের পেটে ডিম আসার কারণ নিরূপণ, ইলিশের বিচরণ ক্ষেত্র পরিবর্তনের কারণ নির্ণয়, জলবায়ূ পরিবর্তনের ওপর কাজ করা, ইলিশের সুষ্ঠু বাজারজাতকরণ ও মূল্য নির্ধারণ, ইলিশের ডিম ও রেণুর সঠিক পরিসংখ্যান নির্ণয় ও মজুত, ইলিশ গবেষণাগারের পরিমার্জন ও সংস্করণসহ ইত্যাদি বিষয়ে চাঁদপুরের ইলিশ উৎপাদন জোরদারকরণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পটি ২০১৬-’১৭ একনেকে অনুমোদন লাভ করে এবং ২০১৭-১৮ অর্থবছরে কাজ শুরু করে যা ২০২১-২২ সালের অর্থবছর পর্যন্ত কাজ চলবে।

চাঁদপুর নদী গবেষণা কেন্দ্রের দেশের অন্যতম ইলিশ গবেষক ড. আনিসুর রহমান জানান,‘ মা ইলিশ সংরক্ষণ ও ডিম পাড়ার সুযোগ দেয়া, জাটকাকে বড় হতে সুযোগ দেয়া ও রক্ষা করা অভয়াশ্রমগুলোকে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণে রাখা, জেলেদের প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তোলা, জেলেদের প্রশিক্ষণ দিয়ে সচেতন করা ও আইন প্রয়োগে কঠোর অবস্থানে থাকলে এবার ৫ লাখ মে.টন ইলিশ উৎপাদন হওয়ার সম্বাবনা রয়েছে। নদীতে প্রচুর পরিমানে ইলিশ ও ইলিশে পোনা জাটকা রয়েছে এবং ভালো অবস্থানে আছে। এ ইলিশ ও জাটকা রক্ষা করলেই প্রকৃত ফল পাওয়ার আশা রয়েছে শত ভাগ।

(ইউএইচ/এসপি/এপ্রিল ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test