E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

২০১৮ এপ্রিল ২৫ ১৭:৪৮:৪০
পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় হক মার্কেটে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। এতে ওই ব্যবসা প্রতিষ্টান গুলোর প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, মধ্যরাতে হঠাৎ ওই মার্কেটে আগুন লাগে। পরে স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার কথা জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করেন, তাদের সঙ্গে সহযোগিতা করে স্থানীয় জনতা। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত তালুকদার ফার্মেসির মালিক গিয়াস তালুকদার বলেন, কিছুই রক্ষা করা যায়নি। ঘর এবং ওষুধপত্র পুড়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছি। ইটালিয়ান ফুড কর্নারের মালিক রোকনুজ্জামান রুকুর দাবি, তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মালামালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। তবে মোম কিংবা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না জানান।

(এটি/এসপি/এপ্রিল ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test